হোম > খেলা > ফুটবল

বাংলাদেশের ম্যাচ দেখতে মালেতে টিকিটের হাহাকার

সাফে শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তপু বর্মণের পেনাল্টি গোলে আসে স্বস্তির জয়। আর ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে খেলেছেন জামাল ভূঁইয়ারা। ১০ জনের দল নিয়েও জয়ের সমান এক ড্র নিয়ে মাঠ ছাড়েন ইয়াসিন আরাফাতরা। এই পরিস্থিতিতে বাংলাদেশের পরের ম্যাচগুলো নিয়েও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। টিকিট নিয়েও চলছে হাহাকার। 

ভারতের বিপক্ষে ম্যাচে জামালদের প্রাণপণ লড়াইয়ের প্রশংসা মিলছে চারদিক থেকে। এই ম্যাচের পর জামাল-ইয়াসিনদের নিয়ে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের পারদও চূড়ায় উঠেছে। বাংলাদেশের পরের ম্যাচ স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচে মাঠে বসে জামালদের খেলা দেখতে উন্মুখ হয়ে আছেন প্রবাসী বাংলাদেশিরা। 

আগামী বুধবার মালেতে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে জানিয়েছে, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বাগতিকদের বিপক্ষে পরের ম্যাচের টিকিটের জন্য হাহাকার চলছে। আজ মালেতে অবস্থিত মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ভোররাত থেকে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লেগে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। 

তবে প্রয়োজন অনুযায়ী টিকিট পাচ্ছেন না প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে আয়োজকদের ওপর ক্ষোভ ঝেড়েছেন তারা। টিকিট নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে শেষ পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের খবরও পাওয়া গেছে। স্থানীয় এক প্রবাসী জানান, আয়োজকেরা বাংলাদেশিদের কাছে যথেষ্ট টিকিট বিক্রি না করায় ক্ষোভ সৃষ্টি হয়। সাড়ে ৭ হাজার টিকিট এর মধ্যে বাংলাদেশিদের কাছে মাত্র ২০০-৩০০ টিকিট বিক্রি করেছে বলেও অভিযোগ উঠেছে।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর