হোম > খেলা > ফুটবল

রিয়ালে যেতে না পারলেও শান্তিতেই আছেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন তাঁর বহু দিনের। স্বপ্নটা প্রায় পূরণও হয়ে গিয়েছিল এবার। কিন্তু কিলিয়ান এমবাপ্পের বর্তমান ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আকাশচুম্বী দাম হাঁকিয়ে বসায় দলবদলের শেষ মুহূর্তে তাঁর আশা ছেড়ে দিয়েছে রিয়াল। আপাতত তাই প্যারিসেই থেকে যেতে হচ্ছে এমবাপ্পেকে। 

এর আগে পুরো আগস্ট মাস পিএসজি-রিয়ালকে ব্যতিব্যস্ত রেখেছেন এমবাপ্পে। বলতে গেলে, দুপক্ষের ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন তিনি। রিয়াল যেমন ফরাসি তারকাকে ছাড়িয়ে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে, পিএসজিও তেমন তাঁকে ধরে রাখতে মরিয়া ছিল। সেটা করতে গিয়ে এমবাপ্পের দামটা রিয়ালের নাগালের বাইরে নিয়ে গেছে প্যারিসের ক্লাবটি। দরদাম ঠিক করতেই পেরিয়ে গেছে গোটা মাস। তবু সমঝোতা হয়নি। 

এর মধ্যেই আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের সূচি। সেদিনই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ফ্রান্স। দেশের হয়ে খেলতে গতকাল ক্যাম্পে যোগ দিয়েছেন এমবাপ্পে। সেখানেই এক সাংবাদিক প্রশ্ন করেন, এত গুঞ্জনের মধ্যে কেমন বোধ করছেন আপনি? জবাবে বিশ্বকাপ জয়ী তারকা বলেন, ‘আমি দারুণ আছি, শান্তিতেই আছি।’

এমবাপ্পে যে শান্তিতে আছেন, সেটা পিএসজির হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দেয়। পরশু রাতে ফরাসি লিগ ওয়ানে রেঁসের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। গত ২১ আগস্ট ব্রেস্তের বিপক্ষেও একবার জালের দেখা পেয়েছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। 

যদিও ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি, রেঁসের বিপক্ষে নতুন মৌসুমে সেরা পারফর্ম করেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেননি এমবাপ্পে। পরতে চেয়েছিলেন ছোটবেলার স্বপ্ন রিয়ালের জার্সি। এবার না হলেও আগামী মৌসুমে তাঁকে পেতে হয়তো আরও বড় বাজেট নিয়েই নামবে রিয়াল। 

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে