হোম > খেলা > ফুটবল

ক্লাব বিশ্বকাপ ফাইনাল

অপ্রতিরোধ্য পিএসজিকে কি থামাতে পারবে চেলসি

ক্রীড়া ডেস্ক    

ক্লাব বিশ্বকাপের ফাইনালে আজ পিএসজি-চেলসির লড়াই। ছবি: এএফপি

ক্লাব ফুটবলে পিএসজি তার আগমনী গান শুনিয়েছিল গত মে মাসে। মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ছিঁড়েখুঁড়ে হারিয়েছিল ৫-০ গোলে। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারপরও যারা কাতারি মালিকের দলটির উত্থান নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন; তাঁদের সেই সন্দেহ দূর হয়েছে চলতি টুর্নামেন্টে রিয়ালের বিপক্ষে পিএসজির জয়ের পর। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও ফুটবল শিখিয়ে সেমিফাইনালে পিএসজি জেতে ৪-০ গোলে।

ক্লাব বিশ্বকাপের ফাইনালে সেই পিএসজির সামনে চেলসি। যদিও এর আগে এই টুর্নামেন্ট জিতেছে চেলসি এবং পিএসজির এটাই প্রথম ফাইনাল; তারপরও আজ ফেবারিট হয়ে মাঠে নামবে পিএসজি। পিএসজির শক্তি হলো, তারা গোছানো একটা দল। মাঠে খেলে দল হিসেবে। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন কিংবা লামিনে ইয়ামালের মতো তারকা নেই। তাই দলটির নেই কোনো তারকা-নির্ভরতাও। ফাইনালের আগে পিএসজিকে তাই শ্রদ্ধার চোখে দেখছেন চেলসি কোচ এনজো মারেস্কা, ‘এই মুহূর্তে পিএসজি বিশ্বের সেরা দল। আমরা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাই।’ তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের অঙ্গীকার মারেস্কার, ‘আমরা ফাইনালে আমাদের সেরাটা দিতে চাই। ফাইনাল জয়ে সেরা প্রচেষ্টা চালাতে চাই।’

পিএসজির সামনে অনন্য এক অর্জনের হাতছানি। চলতি মৌসুমে লিগ ছাড়াও পিএসজি জিতেছে ফ্রেঞ্চ কাপ। জিতেছে চ্যাম্পিয়নস লিগও। এবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে সাফল্যের পূর্ণতা দিতে চান কোচ লুইস এনরিকে। ফাইনালের আগে পিএসজির স্প্যানিশ কোচ বললেন, ‘মৌসুমের শুরু থেকে এটি ছিল আমাদের লক্ষ্য। লক্ষ্য অর্জন করা সব সময় কঠিন। খুব কম দলই এমন কিছু করতে পেরেছে।’

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো