হোম > খেলা > ফুটবল

আবারও আর্জেন্টিনায় লিওনেল মেসির ম্যুরাল

৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় বলে কথা। পাঁচ মাস পেরিয়ে গেলেও লিওনেল মেসির বিশ্বজয়কে নানাভাবে প্রশংসা করা হচ্ছে। আর্জেন্টিনার রাজধানী শহর বুয়েন্স এইরেসে আবারও দেখা গেল মেসির ম্যুরাল। 

আবারও বুয়েন্স এইরেসে দেখা গেল লিওনেল মেসির ম্যুরাল। আর্জেন্টিনার রাজধানী শহরের ভিলা দেল পার্ক রেল স্টেশনে দেখা গেছে মেসির ম্যুরাল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গায়ে বেগুনি রংয়ের অ্যাওয়ে জার্সি। মেসির ম্যুরালের পেছনে ছিল আর্জেন্টিনার আকাশী নীল পতাকায় ছেয়ে যাওয়া দালান। এর আগে এ বছরের এপ্রিলে বুয়েন্স এইরেসের এক দেওয়ালে দেখা গেছে আর্জেন্টাইন তারকার ম্যুরাল। বুইদো আর্টিস্টিক গ্রুপের সঙ্গে মিলে গোল ডটকম এই ম্যুরাল বানিয়েছিল। 

কাতারে ২০২২ বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন মেসি। তিনি ৭ ম্যাচে করেছেন ৭ গোল, অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। জিতেছেন ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বলের পুরষ্কার। তাতে একমাত্র ফুটবলার হিসেবে দুই বিশ্বকাপে গোল্ডেন বলের পুরষ্কার জিতলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

এ সপ্তাহের শনিবার পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচটি ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। মেসির ভবিষ্যৎ গন্তব্য নিয়ে তাই চলছে অনেক আলোচনা। গত ৯ মে আল হিলালের সঙ্গে মেসির ৪০০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৫ হাজার ৪৩০ কোটি ৬৪ লাখ টাকা) চুক্তির কথা নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এএফপিকে জানিয়েছিলেন। যদিও মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেছেন। আর্জেন্টাইন তারকা ফুটবলারও ২০২৪ পর্যন্ত সৌদি ক্লাবকে অপেক্ষায় রেখেছেন। পুরোনো ক্লাব বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন শোনা যায় নিয়মিত। গত পরশু ইতালির ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার বৈঠকের কথা জানিয়েছেন। আর ফোর্বস মেসির ইন্টার মিয়ামিতে যাওয়ার কথা জানিয়েছে।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি