হোম > খেলা > ফুটবল

মেসির পিএসজি অভিষেকে এত টিভি দর্শক! 

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেও স্প্যানিশরা লিওনেল মেসিকে এখনো কতটা আপন ভাবেন, পরশু তারই প্রমাণ মিলল।

গত ১০ আগস্ট প্যারিসে পা রাখলেও পিএসজির জার্সিতে মেসির অভিষেক ম্যাচ দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে আরও ১৯ দিন। পরশু রাতে রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা।

এই ম্যাচটিই স্পেনে জন্ম দিয়েছে নতুন রেকর্ডের। মেসির অভিষেক ম্যাচ টেলিভিশন পর্দায় ও অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন ৬৭ লাখ ৩৪ হাজার স্প্যানিশ। কেবল টেলিসিনকো চ্যানেলেরই দর্শক ছিল ২০ লাখ। এর আগে দেশটির এত মানুষ একসঙ্গে ফরাসি লিগ ওয়ানের কোনো ম্যাচ দেখেননি!

পিএসজির জার্সিতে মেসির অভিষেক ম্যাচটি টিভিতে দেখার সুযোগ করে দিয়েছিলেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জেরার্দ পিকে। নিজ কোম্পানি কসমস হোল্ডিংয়ের সহযোগিতায় স্পেনে ফরাসি লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব কিনেছেন পিকে।

রোববার রাতে ম্যাচের ৬৬ মিনিটে প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। অভিষেকে গোল না পেলেও রেঁসের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছেন তিনি।

খুদে জাদুকরের মঞ্চে অবশ্য আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর জোড়া গোলে ২-০ ব্যবধানে রেঁসকে হারিয়েছে পিএসজি। দারুণ জয়ে মেসির নতুন যাত্রাটাও স্মরণীয় হয়েছে।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে