তর্কাতীতভাবে এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ ফুটবলারের একজন কিলিয়ান এমবাপ্পে। মেসি ও রোনালদো-পরবর্তী যুগে এমবাপ্পেকে সবাই ফুটবলের ভবিষ্যৎ বললেও অনেকের চোখে তিনিই বর্তমান।
ফ্রান্সের হয়ে ২০১৮ সালে বিশ্বকাপ জেতা এমবাপ্পে গত বছর জিতেছেন নেশনস লিগ শিরোপাও। তবে যে স্বপ্ন নিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) এসেছিলেন, সেটি এখনো পূরণ করতে পারেননি। প্যারিসের ক্লাবটিতে পাঁচ মৌসুম কাটাতে চললেও চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাঁর। সে কারণে চলতি মৌসুম শেষেই ইউরোপের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন তিনি।
তবে আট বছর বয়সী এক ভক্তের কথায় এমবাপ্পের মন গললেও গলতে পারে। কামিলে নামে সেই বালিকা দুরারোগ্য ব্যাধি ‘ভিএসিটিআরএল সিনড্রোম’-এ আক্রান্ত। সম্প্রতি সে এমবাপ্পকে একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। তাতে বলেছে, ‘প্লিজ এমবাপ্পে, পিএসজিতে থেকে যাও। আরও অনেক দিন আমাদের স্বপ্ন দেখাতে থাকো। আমরা তোমাকে ভালোবাসি।’
প্রিয় ফুটবলারকে এমন অনুরোধ করার পর থেকেই কামিলে সামাজিক যোগাযোগমাধ্যমে নিগ্রহের শিকার হচ্ছে। বিষয়টি চোখে পড়তেই এমবাপ্পে তীব্র নিন্দা জানিয়েছেন। টুইটারে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড কড়া ভাষায় প্রতিবাদ করেছেন, ‘এক শিশুর প্রতি মন্তব্যের হিংস্রতা। মনে হচ্ছে আমরা পাথরের নিচে আঘাত করছি। আমাদের সচেতন হওয়া জরুরি।’
সেই সঙ্গে শিশুটির উদ্দেশে এমবাপ্পে লিখেছেন, ‘ছোট্ট কামিলে, তোমাকে আমার পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা। তুমি নিজের মতো করে লড়াই চালিয়ে যাও, তুমি আমাদের সারা জীবনের শিক্ষা দিয়ে যাচ্ছ।’
যদিও প্রতিবাদ জানিয়ে উল্টো বিপাকে পড়েছেন এমবাপ্পে। তাঁর বেড়ে ওঠার শহর বঁদিতে বিশাল এক ম্যুরালে কে বা কারা গ্রাফিতি এঁকে লিখেছে, ‘এমবাপ্পে, তোমার দিন ঘনিয়ে এসেছে।’