হোম > খেলা > ফুটবল

পিরলোকে রোনালদোদের বিশেষ ‘উপহার’

ঢাকা: ১৯ মে ২০২১—তারিখটি আন্দ্রেয়া পিরলো হয়তো পঞ্জিকায় বিশেষভাবে দাগিয়ে রাখবেন। দিনটি যে তিনি চাইলে কিছুতেই ভুলতে পারবেন না। এ দিন ৪২–এ পা রাখলেন ইতালিয়ান কিংবদন্তি। তাঁর বিশেষ এই দিনেই জুভেন্টাস জিতল ইতালিয়ান কাপের শিরোপা। কাল ম্যাপেই স্টেডিয়ামে আতালান্তাকে ২-১ গোলে হারিয়ে পিরলোকে জন্মদিনে দারুণ এক উপহার দিল তুরিনের বুড়িরা। একই সঙ্গে পুনরুদ্ধার করল ইতালিয়ান কাপের শিরোপাও।

কাল ম্যাপেইতে লড়াইটা ছিল ‘কেউ কাকে নাহি ছাড়ে সমানে সমানে’! শুরুতেই দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন জুভেন্টাস গোলরক্ষক জিয়ানলুইগি বুফন। ৩ মিনিটে আতালান্তা ডিফেন্ডার হোসে লুইস পালোমিনোর শট হাত নয়, পা দিয়ে ঠেকিয়ে দেন বুফন। এতে আতালান্তা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে। জুভেন্টাসও ধারাবাহিক প্রতিহত করতে থাকে। আতালান্তা বারবার সুযোগ তৈরি করেও যে কাজ করতে পারেনি, ৩১ মিনিটে সেটিই করে জুভেন্টাস। হুয়ান কুয়াদ্রাদোর সহায়তায় দলকে এগিয়ে নেন দেয়ান কুলুসেভেস্কি। সমতায় ফিরতে আতালান্তাও খুব একটা সময় নেয়নি। ৪১ মিনিটে দুর্দান্ত শটে আতালান্তাকে সমতায় ফিরিয়েছেন মিডফিল্ডার রুসলান মালিনোভস্কি।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দলই। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। আর দুই দলের ডিফেন্ডাররা যেন হয়ে যান ‘চীনের মহাপ্রাচীর’! কম যাননি আতালান্তা গোলরক্ষক পিয়ারলুইগি গোলিনিও। জুভেন্টাসকে ফিরিয়ে দিয়েছেন বারবার। তবু শেষ রক্ষা হয়নি। ৭৩ মিনিটে স্ট্রাইকার ফেদেরিকো কিয়েসা এগিয়ে নেন জুভেন্টাসকে। আতালান্তার আর সমতায় ফেরা সম্ভব হয়নি। ২-১ গোলে জিতে ইতালিয়ান কাপের ১৪তম শিরোপা ঘরে তোলে তুরিনের বুড়িরা।

ম্যাচ শেষে পিরলোর বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল দেখার মতো। হওয়াটাই স্বাভাবিক। কারণ, ‘অপয়া’ ২০২১–এ জুভেন্টাস ভালো করেনি চ্যাম্পিয়নস লিগে। হারিয়েছে সিরি ‘আ’ এর মতো বড় শিরোপা। শিষ্যদের থেকে জন্মদিনে এমন উপহার পেয়ে পিরলো হয়তো ভাবছেন, ‘যাক, অবশেষে কিছু তো পেলাম!’

সেটির চেয়ে পিরলোর বড় স্বস্তি হতে পারে, চাকরিতে এ বছর অন্তত টান পড়ছে না!

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের