প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে এ বছর অনেকটা ‘রোলার কোস্টারের’ মতো। ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে না পারায় পিএসজিকে নিয়ে হচ্ছে নানা সমালোচনা। সেই সব সমালোচনায় যেন পাত্তা দেন না ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানিয়েছেন, তাঁরা এখনো শেষ হয়ে যাননি।
পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল লাঁস। ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে পিএসজি। প্রথমার্ধেই ৩ গোল দেয় প্যারিসিয়ানরা। ৩১, ৩৭ ও ৪৫ মিনিটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, ভিতিনহা ও লিওনেল মেসি। আর ৬০ মিনিটে জেমিস্ল ফ্রাংকোস্কির গোলে ব্যবধান কমায় লাঁস। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় প্যারিসিয়ানরা। শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট গালতিয়ের বলেন, ‘আমরা শেষ হয়ে গেছি এমনটা চিন্তা করা উচিত না। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি ম্যাচকে গুরুত্বসহকারে দেখেছি। পরবর্তী ম্যাচগুলো আমাদের দৃঢ়প্রতিজ্ঞ হয়ে খেলতে হবে।’
৩-১ গোলের জয়ে লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। ৩১ ম্যাচ খেলা প্যারিসিয়ানদের পয়েন্ট ৭২। সমান ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লাঁস।