হোম > খেলা > ফুটবল

কমলা উৎসব থেমে যাওয়ার দায় নিলেন ডি লিখট

ঢাকা: দ্বিতীয়ার্ধের খেলা সবে শুরু। ৫৫ মিনিটে চেক রিপাবলিক স্ট্রাইকার প্যাট্রিক শিককে আটকাচ্ছিলেন  ম্যাথিস ডি লিখট। ট্যাকল করতে গিয়ে হ্যান্ডবল করে বসেন ডাচ ডিফেন্ডার। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে লাল কার্ড দেখান ডি লিখটকে। ১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা ২-০ গোলে হেরে বিদায় নেয় শেষ ষোলো থেকে। আর তাতে নিজেরই দায় দেখছেন ডি লিখট।

প্রথমার্ধে নেদারল্যান্ডস-চেক রিপাবলিক ম্যাচ গোলশূন্য ড্র ছিল। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ডি লিখট লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হওয়া ডাচরা আর ঘুরে দাঁড়াতে পারেনি।  ম্যাচ শেষে হতাশ কণ্ঠে সব দায় নিজের কাঁধে নিয়ে ডি লিখট বললেন, ‘আমার কারণেই দল হেরেছে। সব আমার নিয়ন্ত্রণে ছিল। কিন্তু মাটিতে পড়ার পর হাত দিয়ে বল বাউন্স করিয়েছি; যা করা মোটেই উচিত হয়নি আমার।’

ডি লিখট মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও ডাচরা চেষ্টা করেছে ম্যাচে ফিরে আসার। কিন্তু পারেনি। টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সতীর্থদের পারফরম্যান্সে কোনো খামতি দেখছেন না ডাচ ডিফেন্ডার, ‘আমি মাঠ ছেড়ে চলে যাওয়ার পরও তারা যথেষ্ট লড়াই করেছে। কিন্তু লাল কার্ডটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সবকিছুর জন্য আমিই দায়ী। আমি খুবই অনুতপ্ত।’

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে