হোম > খেলা > ফুটবল

৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে চমকে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

বাইসাইকেল কিকে চমকে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

বাইসাইকেল কিকে গোল যে ফুটবলে হরহামেশা ঘটে, তা নয়। শরীরটাকে শূন্যে ভাসিয়ে উল্টো দিকে বলে লাথি মেরে লক্ষ্যভেদ করা বেশ কঠিন। কিন্তু চ্যাম্পিয়ন ফুটবলারদের কাছে কোনো কিছুই কঠিন নয়। ৪০ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো যে তাঁদেরই একজন।

৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে রোনালদো করেছেন চমক জাগানিয়া বাইসাইকেল কিক। আল নাসর ডিফেন্ডার নাওয়াফ বাওশাল বল বাড়িয়ে দেন রোনালদোর উদ্দেশে। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড যেন ম্যাজিক দেখানোর জন্য এক রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। শরীরকে শূন্যে ভাসিয়ে উল্টো দিকে সজোরে লাথি মেরেছেন রোনালদো। আল খালিজ গোলরক্ষক অ্যান্থনি মরিস সেটা প্রতিহত করতে পারেননি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে পর্তুগিজ ফরোয়ার্ড এই বাইসাইকেল কিকের একটি ভিডিও পোস্ট করেছেন। ৫৭ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘ভালো ক্যাপশনদাতারাই জিতবেন।’ অর্থাৎ তাঁর বাইসাইকেল কিকের গোলটা কেমন হয়েছে, সেটা ভক্তদের কাছে জানতে চাইলেন পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদোর বাইসাইকেল কিকের গোলের দিন আল নাসর পেয়েছে ৪-১ গোলের বিশাল জয়। রোনালদো, হোয়াও ফেলিক্স, সাদিও মানে, ওয়েসলি প্রত্যেকেই একটি করে গোল করেছেন। যাঁদের মধ্যে ৩৯ ও ৪৩ মিনিটে রোনালদো ও ফেলিক্সের গোলে আল নাসর ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে। ৪৭ মিনিটে আল খালিজ মিডফিল্ডার খালেদ আল হাওসাউই। এরপর ৭৭ মিনিটে মানের গোলে ব্যবধান পায় আল নাসর। একেবারে শেষ মুহূর্তে রোনালদো তো চমকেই দিয়েছেন।

৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ২০২৫-২৬ সৌদি প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আল নাসর। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল তাওউনের পয়েন্ট ২৩ ও ২২। প্রত্যেকেই নয়টি করে ম্যাচ খেলেছে। ২০২৩-এর জানুয়ারি থেকে এখন পর্যন্ত আল নাসরের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে রোনালদো ১১৭ ম্যাচে করেছেন ১০৪ গোল। ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৩ সালে জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ। প্রায় তিন বছরের ক্যারিয়ারে আল নাসরের জার্সিতে একটাই শিরোপা জিতেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল