হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপজয়ী গাত্তুসোকে কোচ করল ইতালি

ক্রীড়া ডেস্ক    

ইতালির নতুন কোচ জেনারো গাত্তুসো। ছবি: এএফপি

জেনারো গাত্তুসো যে ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলে তাঁরই একসময়ের সতীর্থ জিয়ানলুইজি বুফন। আজ ইতালিয়ান ফুটবল ফেডারেশনই নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন গাত্তুসোর নাম। ৪৭ বছর বয়সী গাত্তুসো ২০০৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ৭৩টি ম্যাচ। আপাতত গাত্তুসোর কাজ ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে ইতালির খেলা নিশ্চিত করা।

ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা বিবৃতি দিয়ে বলেছেন, ‘গাত্তুসো ইতালীয় ফুটবলের প্রতীক, জার্সিটি তার দ্বিতীয় ত্বকের মতো। জাতীয় দলের পরবর্তী চ্যালেঞ্জগুলো গ্রহণের ক্ষেত্রে তার প্রেরণা, পেশাদারিত্ব এবং অভিজ্ঞতা মৌলিক হবে। তিনি আমাদের লক্ষ্যগুলোর গুরুত্ব জানেন এবং এই চ্যালেঞ্জগুলো গ্রহণে তার প্রস্তুতি ও নিষ্ঠার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের ফুটবলের উন্নয়নের জন্য ফেডারেশনের প্রকল্পটি ভাগাভাগি করেছেন, যেখানে আজ্জুরিদের জার্সি কেন্দ্রীয় অংশ।’

গাত্তুসো ২০০৬ বিশ্বকাপ জয়ী দলটির সদস্য ছিলেন। সম্প্রতি ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুক স্পিলিটের সঙ্গে পারস্পরিক সমঝোতায় কোচের চাকরি ছাড়েন। অবশ্য কোচ হিসেবে এতদিন ক্লদিও রানিয়েরির নাম শোনা যাচ্ছিল। ফেডারেশনের প্রথম পছন্দও ছিলেন তিনি। কিন্তু ৭৩ বছর বয়সী এএস রোমায় শীর্ষ উপদেষ্টার পদে আরও মনোযোগী হতে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

দায়িত্ব পাওয়ার দুই বছরেরও কম সময়ের মধ্যে চাকরি হারিয়েছেন স্পালেত্তি। সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে মলদোভার বিপক্ষে ডাগআউট সামলেছেন। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছিল ইতালি। এর আগে নরওয়ের কাছে ৩-০ তে বিধ্বস্ত হওয়ার পরই বরখাস্তের চিঠি পান।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন