হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার লিগের ফেসবুক পেজে বাংলাদেশের ইতিহাস

২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই বাংলাদেশের ফুটবল প্রেম সামাজিকমাধ্যমে প্রচার করছে আর্জেন্টিনা। তাদের দেশে ওড়ানো হচ্ছে বাংলাদেশের পতাকা। এবার আর্জেন্টিনার এক ফুটবল লিগের পেজে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাস। 

‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ এর ফেসবুক পেজে বাংলাদেশ নিয়ে একটি ডকুমেন্টারি করা হয়েছে। বাংলাদেশের নদী, শহরের ছবি দেখিয়ে সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ। একসময় তারা ব্রিটিশ ভারতের অধীনে ছিল। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হলে বাংলাদেশ আলাদা হয়ে যায়। ভারত, পাকিস্তান দুই ভাগে ভাগ হয়ে যায়।

পাকিস্তানের ছিল আবার দুই ভাগ: পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান ছিল কুশন রিজিওনে আর পূর্ব পাকিস্তান বাংলা অঞ্চলে।’ এছাড়াও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের সমর্থনের ব্যাপারও এখানে তুলে ধরা হয়েছে। আর্জেন্টিনার জার্সি পরা বাংলাদেশের কয়েকজন ভক্তের ছবি দেখানো হয়েছে ভিডিওতে। 

 

এর আগে আর্জেন্টিনার এক ফুটবল লিগে বাংলাদেশের পতাকা দেখা গিয়েছিল। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘লিগা প্রফেশনাল ডি ফুটবল ডি লা এএফএ’ লিখেছিল, ‘ধন্যবাদ বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন লীগ চির কৃতজ্ঞ থাকবে।’

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন