হোম > খেলা > ফুটবল

নেইমারের ৩৬৯ দিন পর ফেরার ম্যাচে হলোটা কী 

আল হিলালের মূল একাদশে জায়গা পাননি নেইমার। নেমেছেন বদলি খেলোয়াড় হিসেবে। কিন্তু তাতে কী! ভক্ত-সমর্থকদের চোখ তো ছিল তাঁর ওপর। ৩৬৯ দিন পর মাঠে ফিরে ব্রাজিলের ফরোয়ার্ড কেমন পারফরম্যান্স করেন, সেটা দেখতেই অপেক্ষায় ছিলেন অসংখ্য ফুটবলপ্রেমী।   

হাজ্জা বিন স্টেডিয়ামে গত রাতে নেইমারের আল হিলাল এএফসি চ্যাম্পিয়নস লিগে খেলেছে আল আইনের বিপক্ষে। ৭৭ মিনিটে আল হিলালের মিডফিল্ডার নাসের আল দাওসারির বদলি হিসেবে নামেন নেইমার। বদলি হিসেবে নেমে তিনি গোলের সুযোগ তৈরি করেছিলেন ৮৮ মিনিটে। আলেক্সান্দার মিত্রোভিচের পাস রিসিভ করে আল আইনের লক্ষ্য বরাবর শট নিলেও নেইমার ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারেননি। এখানে নেইমারের গোলটা আল আইন গোলরক্ষক খালিদ এইসা প্রতিহত করেন দারুণভাবে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত  ১৬ মিনিটেও গোলের সুযোগ পেয়েছিলেন নেইমার। তবে ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাচে একটা গোলও করতে পারেননি। 

নেইমারের ফেরার ম্যাচে হয়েছে গোলবন্যা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে আল হিলাল, আল আইন দুই দলই হ্যাটট্রিক করেছে। আল হিলাল ৫-৪ গোলে হারিয়েছে আল আইনকে। আল হিলালের ফরোয়ার্ড সালেম আল দাওসারি হ্যাটট্রিকের প্রথম গোলটি করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে। দাওসারি নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন ৬৫ ও ৭৫ মিনিটে। আল আইনের হ্যাটট্রিক করা ফুটবলার সুফিয়ান রাহিমি। ৩৯ ও ৬৭ মিনিটে নিজের প্রথম গোল দুটি করেন রাহিমি।আল আইন ফরোয়ার্ড হ্যাটট্রিক পূর্ণ করেন নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৬ মিনিটে পেনাল্টি থেকে।

আল হিলাল-আল আইন ম্যাচে শরীরনির্ভর ফুটবলও দেখা গেছে। ১৪ ও ১০ ফাউল করেছে আল হিলাল ও আল আইন। ৩ হলুদ কার্ডের পাশাপাশি একটি লাল কার্ড দেখেছে আল হিলাল। ৮২ মিনিটে আলি আলবুলাইহি দেখেন লাল কার্ড। আল আইন পেয়েছে একটি হলুদ কার্ড।   

বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে গত বছরের ১৮ অক্টোবর বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন নেইমার। অ্যান্টেরিয়র ক্রুশিয়র লিগামেন্ট (এসিএল) চোটের পাশাপাশি হাঁটুর মিনিসকাসেও চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়া শুরু হয়। চোটে পড়ার আগে একই বছরের আগস্টে আল হিলালে যোগ দেন তিনি। সৌদি ক্লাবটির হয়ে তখন খেলার সুযোগ হয়েছিল ৫ ম্যাচ। সব মিলে আল হিলালের জার্সিতে ৬ ম্যাচে ১ গোল করেন নেইমার। ব্রাজিলের ফরোয়ার্ড অ্যাসিস্ট করেন ৩ গোলে।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি