সিজার লুইস মেনোত্তির অধীনেই ১৯৭৮ সালে প্রথম বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। আলবিলেস্তেদের প্রথম শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া কোচ আর নেই। ৮৫ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে। প্রথম বিশ্বকাপজয়ী কোচের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লিওনেল মেসি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত রাতে মেনোত্তির মৃত্যুর কথা নিশ্চিত করেছে। নিজেদের এক্স হ্যান্ডলে এফএ এক বিবৃতিতে লিখেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অত্যন্ত দুঃখের সঙ্গে সিজার লুইস মেনোত্তির মৃত্যুর কথা জানাচ্ছে। জাতীয় দলের ডিরেক্টরের দায়িত্বে ছিলেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক কোচ তিনি। বিদায়।’ মেনোত্তির মৃত্যুতে সামাজিকমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন মেসি। যাঁর নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। মেনোত্তির সঙ্গে পুরোনো এক ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে মেসি লিখেছেন, ‘আমাদের অন্যতম একজন ফুটবল কিংবদন্তিকে হারালাম। তার পরিবার ও প্রিয়জনের প্রতি সমবেদনা।’
মেনোত্তির মৃত্যুর সঠিক কারণ অবশ্য বলতে পারেনি এএফএ। তবে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমে জানা যায়, প্রচণ্ড রক্তস্বল্পতায় ভুগতে থাকা মেনোত্তি গত মাসে একটি ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। এপ্রিলে তাঁর একটি অস্ত্রোপচারও হয় বলে জানা গেছে। অস্ত্রোপচারের পর তিনি বাড়িও ফিরেছিলেন। আর্জেন্টিনা লিগ কাপের ফাইনালে গতকাল ম্যাচের যখন অর্ধেক খেলা শেষ হয়, মেনোত্তির মৃত্যুতে তখন এক মিনিট নীরবতা পালন করা হয়েছিল। ফাইনালে মুখোমুখি হয়েছিল ভেলেজ সার্সফিল্ড ও এসতুদিয়ান্তেস।