হোম > খেলা > ফুটবল

বিবিসি থেকে বহিষ্কার লিনেকার

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে উপস্থাপনায় বেশ পরিচিত মুখ গ্যারি লিনেকার। তবে এই অনুষ্ঠান থেকে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এক বিবৃতিতে লিনেকারকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিবিসি। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিবিসির নীতিমালা লিনেকার ভঙ্গ করেছেন বলে দাবি সম্প্রচার সংস্থাটির। বিবিসি জানিয়েছে, গ্যারি ও তাঁর দলের সঙ্গে সম্প্রতি আলাপ-আলোচনা করেছি। আমরা বলেছি যে সামাজিক মাধ্যমে তাঁর কাজ আমাদের নীতিমালা ভঙ্গ করেছে। বিবিসি সিদ্ধান্ত নিয়েছে যে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়াবেন যতক্ষণ না আমরা তাঁর সামাজিক মাধ্যম ব্যবহার করা প্রসঙ্গে স্পষ্ট কিছু বলছি। ফুটবল ও খেলাধুলার প্রসঙ্গ যখন আসে, তখন গ্যারি অদ্বিতীয়। আমরা কখনোই বলিনি যে গ্যারি কোনো বিষয়ে তাঁর মতামত প্রকাশ করতে পারবেন না। কিন্তু আমরা জানিয়েছি যে রাজনৈতিক বিতর্ক বা কোনো রাজনৈতিক দল নিয়ে কিছু বলতে পারবেন না। 

শরণার্থীদের নৌকায় করে স্থানান্তর করতে নিষেধ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান একটি ভিডিও পোস্ট করেছিলেন গত মঙ্গলবার। লিনেকার এটাকে ‘ভয়ংকর’ বলে দাবি করে তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এভাবেই লাইমলাইটে আসেন লিনেকার, যার পরিপ্রেক্ষিতে বিবিসি থেকে সাময়িক বহিষ্কার হতে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি এই ফুটবলারকে।

এর আগেও বিবিসির ভুল নিয়ে মজা করেছিলেন লিনেকার। এ বছরের জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলেছিলেন। ইংলিশ এই কিংবদন্তি তখন টুইট করেছিলেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইল ফোনসেটের পেছনে। “নাশকতা” বেশ মজাই লেগেছে।’

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট