হোম > খেলা > ফুটবল

ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে জড়ান ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি

সাবেক বান্ধবী কেট গ্রেভিলে ও তাঁর বোন এমাকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে রায়ান গিগসের বিরুদ্ধে। বিচারের শুনানিতে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তির বিরুদ্ধে জানা যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। কিছুদিন আগে জানা গিয়েছিল সাবেক বান্ধবীকে নগ্ন অবস্থায় হোটেল থেকে বের করে দিয়েছিলেন এই ফুটবলার। এবার তাঁর বিরুদ্ধে সাবেক বান্ধবী গুরুতর এক অভিযোগ করেছেন। সম্পর্কে থাকা অবস্থায় এক ক্রিকেটারের স্ত্রীর সঙ্গেও শারীরিক সম্পর্কে ছিলেন গিগস। 

গ্রেভিলে তাঁর সাবেকের উদ্দেশে লেখা এক চিঠিতে এই অভিযোগ করেছেন। তিনি লিখেছেন, ‘দেখা হওয়ার দিন থেকেই জানতাম আমার অবর্তমানে অন্য নারীদের সঙ্গে যা করেছ, মন সর্বদা বলছিল তোমাকে বিশ্বাস করা যাবে না। তুমি একজন বাধ্যতামূলক মিথ্যুক ও ধারাবাহিক প্রতারক ছিলে। তোমার সম্পর্কে গভীরভাবে জানার পর বিশ্বাস করতে চাইনি। তোমাকে খুব ভালোবাসতাম। এ জন্য তুমি যা বলতে তাই বিশ্বাস করতাম। কিন্তু তুমি বহু নারীকে বলা একই কথা আমাকেও বলতে। তোমার কাছে বিশেষ কেউ ছিলাম না।’ 

এর পরেই গ্রেভিলে এক ক্রিকেটারের স্ত্রী সম্পর্কে গিগসের শারীরিক সম্পর্কের অভিযোগ তোলেন। স্টিভ নামের ওই নারী সম্পর্কে বললেও ক্রিকেটারের নাম প্রকাশ করেননি তিনি। ৩৮ বছর বয়সী গ্রেভিলে লিখেছেন, ‘স্টিভ সম্পর্কে সব জানতাম। সে বিবাহিত ছিল এটা তুমিও জানতে। ওয়াশিংটন সফরে গিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলে।’ 

ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে। 

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে