হোম > খেলা > ফুটবল

ম্যানইউতে ৭ নম্বর জার্সিই পাচ্ছেন রোনালদো

ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা আগেই নিশ্চিত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। পুরোনো ঠিকানায় ফেরার পর রোনালদোকে ঘিরে একটাই সংশয় ছিল। নিজের প্রিয় ৭ নম্বর জার্সি পরে খেলতে পারবেন কি না। সব শঙ্কা উড়িয়ে ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ট্রেডমার্ক জার্সিই পাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। 

ম্যানইউর হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়টা তাই ৭ নম্বর জার্সি পরেই শুরু করতে যাচ্ছেন রোনালদো। ইংলিশ ক্লাবটিতে প্রথমবার ৭ নম্বর জার্সি গায়ে জড়িয়েই সিআরসেভেন তকমা পেয়েছিলেন তিনি। আবার ঘরে ফিরে ৭ নম্বর জার্সিই পাচ্ছেন তিনি। বর্তমানে ম্যানইউতে ৭ নম্বর জার্সি পরে খেলেন এডিনসন কাভানি। তবে জাতীয় দল উরুগুয়ের হয়ে ২১ নম্বর জার্সি পরে নামেন কাভানি। রোনালদোকে ৭ নম্বর জার্সি ফিরিয়ে দিয়ে উরুগুইয়ান স্ট্রাইকার পরবেন ২১ নম্বর জার্সি। 

এক বিবৃতিতে গতকাল বিষয়টি নিশ্চিত করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। বিবৃতিতে তারা বলেছেন, `ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ঐতিহাসিক ৭ নম্বর জার্সিতেই ওল্ড ট্রাফোর্ডে ফিরতে যাচ্ছেন। ক্লাবের হয়ে ক্যারিয়ারের প্রথম অধ্যায়েও এই জার্সি পরতেন রোনালদো। আমরা নিশ্চিত করছি, এখনো তিনি একই জার্সি নম্বর পরে খেলবেন।' 

এ মৌসুমে ড্যানিয়েল জেমসকে লিডস ইউনাইটেডে বিক্রি করে দেয় ম্যানইউ। রেড ডেভিলদের হয়ে ২১ নম্বর জার্সিটি পরতেন জেমস। এই মুহূর্তে জার্সি নম্বরটি ফাঁকা থাকায় সহজেই সমস্যার সমাধান করে ফেলতে পেরেছে ম্যানইউ। 

স্কাই স্পোর্টস জানাচ্ছে, প্রিয় জার্সি পেয়ে ক্লাবের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোনালদো। বলেছেন, ‘আমি আসলে নিশ্চিত ছিলাম না যে আবারও এখানে ৭ নম্বর জার্সি পাওয়া সহজ হবে কি না। এডিকে (কাভানি) ধন্যবাদ তার এই মহানুভবতার জন্য।’

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের