হোম > খেলা > ফুটবল

কোটি টাকারও বেশিতে বিক্রি হচ্ছে মেসির অভিষেক ম্যাচের টিকিট

ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেছে। মিয়ামির জার্সিতে এখন শুধু অভিষেকের অপেক্ষা। যুক্তরাষ্ট্রে আর্জেন্টাইন তারকা ফুটবলারের প্রথম ম্যাচের টিকিট কোটি টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে।

২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামির প্রতিপক্ষ ক্রুজ আজুল। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার কথা মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।

মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামির পরের ম্যাচ ২০ আগস্ট। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মিয়ামির এই ম্যাচের প্রতিপক্ষ শার্লট। এমএলএসে মেসির অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে এই ম্যাচে। এই ম্যাচের টিকিটের দাম ২৮৮ ডলার (৩১ হাজার ৩০২ টাকা)।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্যমণি তো ছিলেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার সপরিবারে এসেছেন মিয়ামির এই অনুষ্ঠানে। এর আগে শনিবার মেসির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করে মিয়ামি।

৩ গোলে পিছিয়ে থেকেও কিংসকে রুখে দিল ফকিরেরপুল

পারিশ্রমিক না পেয়ে ৪ মাসেই বসুন্ধরা ছাড়লেন কিউবা মিচেল

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ