হোম > খেলা > ফুটবল

সেমিতে ওঠার কৃতিত্ব গোলরক্ষককে দিচ্ছেন টেন হাগ

লিভারপুলের কাছে বিধ্বস্ত হওয়ার পর বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যাচ্ছে। ইউনাইটেডকে হারাতে পারছে না কেউই। ওল্ড ট্রাফোর্ডে গতকাল এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ফুলহামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যান ইউ। রেড ডেভিলদের এই জয়ে এরিক টেন হাগ কৃতিত্ব দিচ্ছেন গোলরক্ষক দাভিদ দি হেয়াকে।

ওল্ড ট্রাফোর্ডে গতকাল প্রথমার্ধ ছিল গোলশুন্য ড্র। ৫০ মিনিটে আলেকজান্ডার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় ফুলহাম। আরও গোল হজম করতে পারত ম্যান ইউ। তবে ইউনাইটেডকে রক্ষা করেছেন দি গিয়া। ৬৬ মিনিটে মিত্রোভিচের হেড থেকে করা নিশ্চিত গোল ফিরিয়ে দেন দি গিয়া। এর আগে ৪৮ থেকে ৪৯-১ মিনিটের ব্যবধানে ফুলহামের দুটো গোল ঠেকিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক দি গিয়া। আর ইউনাইটেডের তিন গোলের মধ্যে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, বাকি এক গোল করেছেন মার্সেল স্যাবিতজার।

এফএ কাপের সেমিতে ওঠায় দি গিয়াকে প্রশংসায় ভাসিয়েছেন টেন হাগ। ম্যান ইউ কোচ বলেন, ‘ম্যাচটা অনেক কঠিন ছিল। সেট প্লে থেকে আমরা গোল হজম করেছিলাম। তবে ম্যাচে ফিরতে ডি গিয়ার বিশেষ কিছু করার দরকার ছিল। সে দুটো দারুণ সেভ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের আক্রমণ। অ্যান্টনি, জ্যাডন সানচো বেশ দারুণ খেলেছে। আর অবশ্যই পেনাল্টি থেকে করা গোলটা তো রয়েছেই।’

ইউনাইটেডের পরবর্তী ম্যাচ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে। ২ এপ্রিল সেন্ট জেমস পার্কে মুখোমুখি হবে নিউক্যাসল-ম্যান ইউ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন তিন নম্বরে আছে ম্যান ইউ। ২৬ ম্যাচে ১৫ জয়, ৫ ড্র ও ৬ পরাজয়ে রেড ডেভিলদের পয়েন্ট ৫০।

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন