হোম > খেলা > ফুটবল

মেসির অভিষেকে এমবাপ্পের জোড়া গোল 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্কোয়াড ঘোষণার পর থেকেই শুরু আলোচনা! সবার একটাই প্রশ্ন, একাদশে থাকবেন তো মেসি? একাদশে না থাকলেও বদলি হিসেবে ঠিকই নেমেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর পিএসজির হয়ে মেসির অভিষেক রাঙিয়েছেন এমবাপ্পে। তাঁর জোড়া গোলেই রেঁসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। 

এদিন শুরু থেকে আক্রমণাত্মক পিএসজি। একের পর এক সুযোগ তৈরি করে মাত্র ১৬ মিনিটেই লিড নেয় প্যারিস জায়ান্টরা। আনহেল দি মারিয়ার দুর্দান্ত এক ক্রসে মার্কারকে ছিটকে হেডে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। প্রথমার্ধে দাপট ধরে রাখলেও একটির বেশি গোলের দেখা পায়নি পিএসজি। 

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। তবে স্রোতের বিপরীতে একবার সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল রেঁস। তবে তাদের গোল বাতিল হয় ভিএআরে। এরপর ম্যাচের ৫৮ মিনিটে হঠাৎ দর্শকদের হর্ষধ্বনি। সাইড লাইনের বাইরে তখন গা গরম করছিলেন মেসি।

 এর মধ্যে পিএসজির হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলও পেয়ে যান ক্লাব ছাড়ার অপেক্ষায় থাকা এমবাপ্পে। এই গোলের পরপরই ৬৬ মিনিটে দর্শকদের উল্লাসের মধ্যে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি নামার পর আর কোনো গোল না হলেও একাধিকবার দেখা মিলেছে সাবেক এই বার্সেলোনা তারকার জাদু৷

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে