হোম > খেলা > ফুটবল

দিয়াজের জোড়ায় ব্রাজিলের টানা দ্বিতীয় হার

জয়ে ফেরার লক্ষ্য আজ মাঠে নেমেছিল ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ দুই ম্যাচে জয় পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু তাদের লক্ষ্য আজও পূরণ হয়নি। উল্টো ২–১ গোলে কলম্বিয়ার কাছে হেরেছে তারা। 

অবশ্য শুরুতেই গোল পেয়ে সঠিক পথেই ছিল ব্রাজিল। কিন্তু চার মিনিটের ঝড়ে ২ গোল হজম করে শেষ পর্যন্ত টানা দ্বিতীয় হারই সঙ্গী হয়েছে নেইমারবিহীন ব্রাজিলের। 

অথচ, পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছে ব্রাজিল। স্বাগতিকদের বিপক্ষে ৪ মিনিটের সময় দলকে এগিয়ে নেন মার্টিনেলি। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে গোলটি করেন আর্সেনালের ফরোয়ার্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১–০ ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত একই ব্যবধান ধরে রেখেছিল সেলেসাওরা। শেষ ১৬ মিনিট পার করে দিতে পারলেই জয়ে ফিরত তারা। 

কিন্তু তা আর হলো না ব্রাজিলের। ৪ মিনিটের এক ধাক্কায় শেষে হারই দেখল তারা। ধাক্কাটা দিয়েছেন জোড়া গোল করা কলম্বিয়ার স্ট্রাইকার লুইস দিয়াজ। প্রথমে দলকে সমতায় ফেরান ৭৫ মিনিটে। সতীর্থ ক্রিস্টিয়ান বোর্জার ক্রস থেকে হেডে। এরপর ৭৯ মিনিটে দলকে জয়ের উপলক্ষ এনে দেন তিনি। এবারের গোলটিও হেডে করেন দিয়াস। পার্থক্য শুধু সহায়তাকারী এবার ভিন্ন। জেমস রদ্রিগেজের বাড়ানো ক্রসে দলকে জয় এনে দেন লিভারপুল স্ট্রাইকার।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন