এমন কিছুর জন্য নিশ্চয় প্রস্তুত ছিলেন না মাইকেলা আয়ারল্যান্ড। হয়তো নিজেদের মতো একটু ঘুরতেই গিয়েছিলেন প্রেমিক লিডস ইউনাইটেড তারকা প্যাট্রিক বামফোর্ডের সঙ্গে। তবে সেখানেই পেলেন আসল চমকটা। আচমকা হাঁটু গেড়ে রিং বের করে মাইকেলাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন বামফোর্ড। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিল নিজেদের শিশু সন্তানও।
হঠাৎ পাওয়া এই বিয়ের প্রস্তাবে আপ্লুত হয়েছে মাইকেলা। অবিশ্বাসে তাঁকে মুখ ঢাকতেও দেখা যায়। তাঁর বিস্ময় দেখে মজা পেয়ে হাসতে দেখা গেছে বামফোর্ডকেও। অনেকটা সময় পর্যন্ত মুখ ঢেকে রাখেন মাইকেলা।
গত চার বছর ধরে এক সঙ্গে আছেন বামফোর্ড ও মাইকেলা। গত ফেব্রুয়ারিতে তাঁরা বাবা-মাও হয়েছেন। এখন আনুষ্ঠানিকভাবে সংসার পাতার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি।