হোম > খেলা > ফুটবল

এল ক্ল্যাসিকোয় রিয়ালের সঙ্গে পেরে উঠল না বার্সা

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেরে উঠল না বার্সেলোনা। গোল মিসের খেসারত দিয়ে ২-১ গোলে হেরেছে স্বাগতিকেরা।

প্রথমার্ধে ডিফেন্ডার ডেভিড আলবার একমাত্র গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল। এই গোলটাই দীর্ঘক্ষণ ধরে রেখেছিল তারা। তখন মনে হচ্ছিল একমাত্র গোলেই জিততে চলেছে লস ব্লাঙ্কোসরা। তবে ম্যাচের সব উত্তাপ যেন জমিয়ে রাখা ছিল অতিরিক্ত সময়ের জন্য। 

 ৯৩ মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোল করেন আরেক ডিফেন্ডার লুকাস ভাজকেজ। ৯৭ মিনিটে এক গোল শোধ করেন সার্জিও আগুয়েরো। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। বার্সার হয়ে আর্জেন্টাইন তারকার প্রথম গোলটাও তাই বৃথা গেছে। 

অথচ প্রথমার্ধে রিয়াল এগিয়ে যাওয়ার আগে গোল পেতে পারত বার্সা। রিয়ালের বক্সে মেম্ফিস ডিপাইয়ের কাছ থেকে বল পান সার্জিও ডেস্ট। ১২ গজ ব্যবধানে থাকা ডেস্ট গোলরক্ষককে একা জাল কাঁপাতে পারেননি। এর ৭ মিনিট পর ডেভিড আলবার দারুণ গোলে এগিয়ে যায় রিয়াল। তিন মিনিট পর সমতায় ফেরার সুযোগ পেয়েছিল বার্সা। ডিপাইয়ের কর্নার থেকে জেরার্ড পিকের হেড বারের ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় বার্সাকে।

বল পায়ে রাখার চেষ্টা করেও খুব একটা সুবিধা করতে পারেনি বার্সা। বার্সার ৫১ শতাংশের বিপরীতে রিয়ালের খেলোয়াড়দের পায়ে বল ছিল ৪৯ শতাংশ। গোলপোস্টে রিয়ালের ১০ শটের বিপরীতে বার্সা শট নিয়েছে ১২টি। কিন্তু এসব পরিসংখ্যান বার্সার হয়ে কথা বলেনি। 

বার্সলোনা ১ - ২ রিয়াল মাদ্রিদ

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন