হোম > খেলা > ফুটবল

ব্রাজিল দলে ফিরলেন নেইমার

বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দুই ম্যাচের স্কোয়াডে আছেন নেইমার। বিরতি দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন এই তারকা।

নেইমারের সঙ্গে দলে ফিরেছেন এভারটন স্ট্রাইকার রিচার্লিসন। রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও জায়গা পেয়েছেন ২৫ সদস্যের স্কোয়াডে। তিতের দেওয়া দলে নতুন মুখ বলতে আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি। 

এক বছর পর দলে ফিরলেন জুভেন্টাসের মিডফিল্ডার আর্থার। কোপা আমেরিকার পর ফর্ম হারিয়ে ফেলেছিলেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস। সেটারই খেসারত দিলেন এবার স্কোয়াড থেকে বাদ পড়ে। বাদ পড়েছেন তাঁরই সিটি সতীর্থ ফ্ল্যামেঙ্গোর গ্যাবিগোলও। 

স্কোয়াড ঘোষণার পর দল নিয়ে কথা বলেন ব্রাজিল কোচ তিতে। এ সময় দলে ফেরা নেইমারকে নিয়ে তিনি বলেন, ‘তার অসাধারণ গুণ আছে। সে তার সেরা ফর্ম ফিরে পাওয়ার জন্য উপায় খুঁজছে।’ 

আগামী ২৪ মার্চ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২৯ মার্চ লাপাজে তারা বলিভিয়ার বিপক্ষে খেলবে সেলেসাওরা। গত বছরের নভেম্বরে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার টিকিট পায় ব্রাজিল। ১৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। 

ব্রাজিলের ২৫ সদস্যের স্কোয়াড: 
গোলকিপার: আলিসন, এদেরসন, ওয়েভারতন

ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মারকিনিওস, মিলিতাও, মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স তেলেস, আরানা 

মিডফিল্ডার: গিমারেস, কুতিনিও, পাকেতা, আর্থুর, কাসেমিরো, ফ্রেড, ফাবিনিও 

ফরোয়ার্ড: রদ্রিগো, ভিনি, মার্টিনেলি, আন্তনি, রাফিনিয়া, রিচার্লিসন, নেইমার।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী