হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা দলে ফিরছেন মেসি

চলতি মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিওনেল মেসিকে পায়নি আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন দলটির অধিনায়ক। এ কারণে জাতীয় দলের হয়ে গত দুটি ম্যাচে খেলা হয়নি তাঁর।

চোট কাটিয়ে প্রায় দুই মাস পর আবারও মাঠে ফিরেছেন মেসি। ক্লাব ফুটবলে এরই মধ্যে ইন্টার মিয়ামির হয়ে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ফুটবল জাদুকর। ভক্তরা হয়তো অপেক্ষায় আর্জেন্টিনার হয়ে মেসিকে আবারও কবে মাঠে দেখবেন সেটির। আর্জেন্টিনা সংবাদমাধ্যম জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই জাতীয় দলের হয়ে দেখা যেতে পারে মেসিকে।

আগামী ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আরও দুটি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির দল। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, স্কালোনি অক্টোবরে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের জন্য মেসিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। যদি মেসি খেলতে আগ্রহী থাকেন।

মেসিবিহীন আর্জেন্টিনা নিজেদের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে ২-১ গোলে। আট ম্যাচের ছয়টি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তারা। তাদের সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ১৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে। ১১ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর। ১০ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প‍্যারাগুয়ে।

আগামী ১০ অক্টোবর এস্তাদিও মনুমেন্তাল দে মাতুরিনেয় ভেনেজুয়েলা আতিথেয়তা দেবে আর্জেন্টিনাকে। ১৫ অক্টোবর এস্তাদিও মাস মনুমেন্তাল বলিভিয়াকে আতিথেয়তা দেবে আলবিসেলেস্তেরা।

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের