হোম > খেলা > ফুটবল

ফেডারেশন কাপে এক টিকিটের দুই দাবিদার

আজকের পত্রিকা ডেস্ক­

কেবল গোলই খেয়েই যাচ্ছে চট্টগ্রাম আবাহনী। ছবি: বাফুফে

টানা দুই জয়ে আগেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। আজ ভিন্ন ম্যাচে দুই দলই আবার জয় পেয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপসেরা হওয়ার দৌড়। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। যে ম্যাচের পরই গ্রুপসেরা টিকিট হাতে পাবে একদল।

এবার নতুন ফরম্যাটে হচ্ছে ফেডারেশন কাপ। যেখানে গ্রুপসেরা হতে পারলে ফাইনালে ওঠার দুটি সুযোগ পাবে তারা। অর্থাৎ একবার হেরে গেলেও ফাইনালে যাওয়ার জন্য আরেকটা সুযোগ থাকবে তাদের। আর সেটা কাজে লাগাতে মরিয়া আবাহনী ও রহমতগঞ্জ।

এ দিন কুমিল্লায় আবাহনী ৩-০ গোলে হারিয়েছে ইয়ংমেন্স ক্লাব ফকিরেরপুলকে। আবাহনীর হয়ে একটি করে গোল করেন ইয়াসিন খান, মুরাদ হাসান ও মাহদি ইউসুফ। আর ময়মনসিংহে রহমতগঞ্জ একই ব্যবধানে চট্টগ্রাম আবাহনীকে পরাজিত করেছে। যে ম্যাচে গোল পান রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটেং, মোহাম্মদ তোহা এবং মোস্তাফা কাহরাবা।

এই প্রতিযোগিতায় তিন ম্যাচ শেষে দুই দলের সংগ্রহ ৯ পয়েন্ট করে। গোলে এগিয়ে থাকায় আপাতত গ্রুপের শীর্ষে রহমতগঞ্জ। তবে নিজেদের শেষ ম্যাচের জয় পরাজয়ের ওপর নির্ভর করছে গ্রুপসেরা হয়ে কোন দল যায় পরের রাউন্ড। যদিও আবাহনীর জন্য কাজটা সহজ নয়। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ওই ম্যাচ জিততেই হবে আবাহনীকে। অন্যদিকে কোনোমতে ড্র করতে পারলেই গ্রুপসেরা হয়ে যাবে পুরান ঢাকার ক্লাবটি।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল