হোম > খেলা > ফুটবল

সৌদির ২৪০০ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন দেম্বেলে

দলবদলের মৌসুমে খেলোয়াড়দের নিয়ে চলে নানারকম গুঞ্জন। ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের প্রস্তাবের কথাও শোনা যায়। তেমনই সৌদি আরবের ফুটবল ক্লাব থেকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব পেয়েছিলেন উসমান দেম্বেলে। কিন্তু দেম্বেলে তা নাকচ করে দিয়েছেন। 

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। অনেক তারকা ফুটবলার এরই মধ্যে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাবে। আরও অনেককে নেওয়ার চেষ্টা করছে তারা। এই মৌসুমে বার্সালোনা উইঙ্গার উসমান দেম্বেলেকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল আল-নাসর। সৌদি ক্লাব তাঁকে ২০ কোটি ইউরোর প্রস্তাব দেয়, বাংলাদেশি মুদ্রায় তা ২৪১৩ কোটি ৫৭ লাখ টাকা। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফরাসি উইঙ্গার। 

২০২৪ সালে বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দেম্বেলের। আর ২৬ বছর বয়সী ফরাসি তারকা বার্সার সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তির নবায়নে বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ‘খুব ভালোই কাটছে এখানে। চুক্তির নবায়নে বার্সেলোনা চাইছে আমাকে ২০২৭ সাল পর্যন্ত রাখতে। আমার এজেন্টরা এই বিষয়ে কথা বলবেন। বার্সার হয়ে খেলে আমি খুব খুশি।’ 

২০১৭তে ১০ কোটি ৫০ লক্ষ ইউরোতে (১২৬৭ কোটি ১৩ লাখ টাকা) বার্সেলোনায় যোগ দেন দেম্বেলে। এর আগে ২০১৪ সালে তাঁর ক্যারিয়ার শুরু হয়েছিল রেনেস ক্লাবে। এরপর জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডে ৫ বছরের জন্য চুক্তি করেন তিনি। ২০২১-২০২২ মৌসুমে বার্সায় হয়ে শেষ করেছেন এই ফরাসি উইঙ্গার। ১২৭ ম্যাচে ২৪ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৩ গোলে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার