হোম > খেলা > ফুটবল

১৮০০ কোটি টাকা পেলে পিএসজি ছাড়বেন এমবাপ্পে

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে কিলিয়ান এমবাপ্পের পুরোনো চুক্তির মেয়াদ এখনো শেষ হয়নি। তবু তাঁর পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে জানা গেছে, মোটা অঙ্কের টাকা পেলেই তিনি পিএসজি ছাড়বেন।

পিএসজির সঙ্গে এমবাপ্পের চুক্তি আছে এখনো দুই বছর। এই চুক্তিটা একটু ভিন্ন রকম। ২০২৪ পর্যন্ত চুক্তি তো এমনিতেই রয়েছে। তিনি সেটা বাড়িয়ে নিতে পারবেন ২০২৫ পর্যন্ত। তবে পিএসজিকে এমবাপ্পের এক চিঠি দেওয়া নিয়েই গুঞ্জন জোরালো হয়।

কদিন আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তি বাড়ানোর ব্যাপারে তিনি (এমবাপ্পে) আগ্রহী নন—এ কথা চিঠিতে উল্লেখ করেছেন। এবার মার্কা দিয়েছে অন্য রকম এক তথ্য। স্প্যানিশ এই সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষতিপূরণ পেলেই এমবাপ্পে পিএসজি ছাড়বেন। যদি পিএসজি ছাড়েন, তাহলে পিএসজির খরচ হবে ১৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১ হাজার ৭৭৪ কোটি ৩১ লাখ টাকা। গত মৌসুমে তাঁর সঙ্গে ১৫ কোটি ইউরোর চুক্তি হয়েছে পিএসজির, যার মধ্যে বার্ষিক বেতন ৬ কোটি ও লয়্যালটি বোনাস ৯ কোটি।

ফ্রি এজেন্ট হলে এমবাপ্পের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। রিয়ালে যাওয়া নিয়ে গত কয়েক বছর ধরেই চলছে আলোচনা। যদিও রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের কথার সুর একটু ভিন্ন। কদিন আগে তিনি বলেছেন, ‘এমবাপ্পে আসবে, তবে এ বছরে নয়।’ এমবাপ্পেকে রিয়ালে যেতে বলেছেন তাঁর মা। এমনকি তাঁকে স্প্যানিশ ক্লাবে যাওয়ার পরামর্শও দিয়েছেন লিওনেল মেসি।

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে