হোম > খেলা > ফুটবল

মেসিদের বিপক্ষে অধিনায়কত্ব করবেন রোনালদো

দীর্ঘ অপেক্ষার পর মুখোমুখি হতে যাচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার কিং ফাহাদ স্টেডিয়ামে খেলবে সৌদি অল স্টার একাদশ ও পিএসজি। এই ম্যাচে সৌদি অল স্টারকে নেতৃত্ব দেবেন রোনালদো। 

রোনালদোর অধিনায়কত্বের ব্যাপারটি নিশ্চিত হওয়া গেছে তুর্কি আল শেখের টুইটার অ্যাকাউন্ট থেকে। ভিডিওতে দেখা গেছে, রোনালদোকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিচ্ছেন তুর্কি। সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর এন্টারটেইনমেন্টের’ বর্তমান চেয়ারম্যান হচ্ছেন তুর্কি। 

২০২০ সালের ৮ ডিসেম্বর শেষবার মুখোমুখি হয়েছিলেন রোনালদো ও মেসি। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের সেই ম্যাচে বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্টাস। সেখানে মেসি খেলেছিলেন বার্সার হয়ে এবং রোনালদো জুভেন্টাসের প্রতিনিধিত্ব করেছিলেন। এরপর মেসি, রোনালদো দুজনেরই ঠিকানা বদলেছে। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২০ বছরেরও বেশি সময়ের সম্পর্ক শেষে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। আর রোনালদো ২০২১-এর মাঝামাঝি আবার ফিরে গিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তারপর ২০২২-এর শেষে এসে সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—ক্যারিয়ারে এই চারটি ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। আর মেসি খেলেছেন বার্সেলোনা ও পিএসজির হয়ে। ৮৫৫ ম্যাচে করেছেন ৭০২ গোল এবং ৩৩৩ অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন এই বিশ্বজয়ী অধিনায়ক। 

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক