হোম > খেলা > ফুটবল

মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে ভক্ত গ্রেপ্তার 

তিন মাস পর খেলতে নেমে দিনটা মনে রাখার মতোই হলো আর্জেন্টিনার। মনুমেন্তাল স্টেডিয়ামে আজ পানামার বিপক্ষে জয় দিয়ে রাঙালেন বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই ম্যাচে এক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন এক ভক্ত।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আর্জেন্টিনা দল মাঠে নামার আগে এক পাগলা সমর্থক লুকিয়ে মেসি–আনহেল দি মারিয়াদের ড্রেসিংরুমে ঢুকেছিলেন। আর্জেন্টাইন ফুটবলাররা তখন ওয়ার্ম আপ করে এসেছেন। মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সেই ভক্ত। আর্জেন্টিনার টিভি চ্যানেল সি৫ এন–এর মাধ্যমে এমন কথাই জানিয়েছে এএস।

মনুমেন্তাল স্টেডিয়ামে আজ পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা। ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন মেসি। তাতে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৮০০ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ১০১৭ ম্যাচে ৮০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর খেলতে নেমে পুরো আর্জেন্টিনা দল আজ আবেগাপ্লুত হয়ে পড়েছিল। ঘরের মাঠে এই ম্যাচ খেলার সময় মেসি, লিওনেল স্কালোনিসহ আর্জেন্টাইন দর্শক সবার চোখেই ছিল জল।

মেসির ৮০০ গোলের মধ্যে ৯৯ গোল এসেছে আর্জেন্টিনার জার্সিতে। মাদ্রি দি সিউদাদেস স্টেডিয়ামে আগামী মঙ্গলবার কুরাকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। হয়তো মঙ্গলবারই আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করে ফেলবেন আর্জেন্টাইন এই মহাতারকা।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন