হোম > খেলা > ফুটবল

মেসির জার্সি পেয়ে স্বপ্নপূরণ ৭ গোল হজম করা গোলরক্ষকের 

কুরাকাওকে গতকাল গোলবন্যায় ভাসিয়েছে আর্জেন্টিনা। ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আকাশি-নীলরা। তবু এই ম্যাচে স্বপ্ন পূরণ হয়েছে কুরাকাও গোলরক্ষক এলয় রুমের।

নিত্যনতুন মাইলফলক স্পর্শ করতেই যেন পছন্দ লিওনেল মেসির। আগের ম্যাচে ৮০০-এর মাইলফলক ছুঁয়ে মেসি এবার করেছেন সেঞ্চুরি। এই সেঞ্চুরির রেকর্ডে আর্জেন্টাইনদের মধ্যে তিনিই প্রথম।

মাদ্রি দি সিউদাসেস স্টেডিয়ামে গতকাল ভোরে প্রীতি ম্যাচে কুরাকাওয়ের বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা। গোলবন্যার এই ম্যাচে হ্যাটট্রিক করেন লিওনেল মেসি। ৭-০ গোলে হারার পর জার্সি বিনিময় করেন মেসি ও রুম। মেসির জার্সি পাওয়া রুমের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা। ম্যাচ শেষে টিওআইসিকে কুরাকাও গোলরক্ষক বলেছেন, ‘মেসির জার্সি সত্যিই বিশেষ কিছু। জার্সি পেয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। প্রত্যেকেই মেসির ভক্ত এবং আমি তার বিপক্ষে খেলেছি। সে আমার বিপক্ষে গোল করেছে। তবে তার কিছু শট আমি ঠেকিয়েছি। ম্যাচ শেষে সে (মেসি) আমাকে তা বলেছে। আমার কাছে তা বিশেষ কিছু।’

কুরাকাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে প্রথম আর্জেন্টাইন হিসেবে সেঞ্চুরি করেন মেসি। ১৭৪ ম্যাচে আর্জেন্টাইন অধিনায়কের গোল ১০২। তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সেঞ্চুরি করা তৃতীয় ফুটবলার আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন