হোম > খেলা > ফুটবল

ম্যানইউতে রোনালদোর দ্বিতীয় অভিষেক 

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনলাদোর। প্রিমিয়ার লিগে আজ নিউ ক্যাসেলের বিপক্ষে ম্যাচ দিয়েই যে রোনালদোর অভিষেক হবে সেটি আগেই পরিষ্কার করেছিলেন ম্যানইউ কোচ ওলে গুনার সুলশার। ৪-২-৩-১ ছকে একাদশে রোনালদোকে একমাত্র স্ট্রাইকার হিসেবে রেখে মাঠে নেমেছে রেড ডেভিলরা।

মৌসুমের শেষ দিকে দলবদলের বাজারে আলোড়ন তুলে জুভেন্টাস থেকে ম্যানইউতে ফিরেছিলেন রোনালদো। এই ক্লাবেই রোনলাদো ক্যারিয়ারের শুরুর দিকে আলো কেড়েছিলেন। ইংলিশ এই ক্লাবই তাঁকে তারকা বানিয়েছে। ১২ বছর পর তাই ম্যানইউতে রোনালদোর ফেরাটাও হয়েছিল দুর্দান্ত। ‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় উৎসবে মেতেছিল পুরো ম্যানচেস্টার। 

ম্যানইউর সঙ্গে চুক্তি হওয়ার পরপরই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে জাতীয় দল পর্তুগালে যোগ দেন রোনালদো। ইউনাইটেডের জার্সিতে আবারও তাঁকে মাঠে দেখার অপেক্ষায় থাকতে হয়েছে রেড ডেভিল সমর্থকদের। অবশেষে সেই অপেক্ষার প্রহর ফুরোল।

প্রথম দফায় ২০০৩ সালে স্পোর্টিং লিসবন থেকে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত টানা ৬ বছর ইপিএল মাতিয়ে যোগ দিয়েছিলেন স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে। পরে রিয়াল থেকে জুভেন্টাস হয়ে এক যুগ পর ফিরেছেন পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। গত ২৭ আগস্ট ম্যানইউতে ফেরার খবর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছিলেন। ফেরার দুই সপ্তাহ  পর আজ মাঠে নামলেন রোনালদো।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে