হোম > খেলা > ফুটবল

মেসিকে ছুঁলেন ছেত্রী

সুনীল ছেত্রী এবারের সাফ শুরু করেছিলেন ৭৬ গোল নিয়ে। বাংলাদেশের বিপক্ষে এক গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের ৭৭ আন্তর্জাতিক গোলের রেকর্ড ছুঁয়েছিলেন ভারত অধিনায়ক। সাফের ফাইনালে গতকাল নেপালের বিপক্ষে গোল করে ছেত্রী এবার ছুঁয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে। 

ফাইনালসহ এবারের সাফে মোট ৫ গোল করেছেন ছেত্রী। গ্রুপ পর্বে বাংলাদেশ ও নেপালের বিপক্ষে ১টি, মালদ্বীপের বিপক্ষে করেছেন জোড়া গোল। কাল ফাইনালে প্রিতম কোটালের পাস থেকে ৪৯ মিনিটে করা ছেত্রীর গোলটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তাঁর ৮০তম গোল! 

আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় সবার ওপরে আছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ১৮২ ম্যাচে সিআরসেভেন গোল করেছেন ১১৫টি। ৮০ গোল নিয়ে এখনো অবসর নেননি এমন ফুটবলারদের মধ্যে মেসির সঙ্গে দুইয়ে আছেন ছেত্রী। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে পাঁচে আছেন তাঁরা। 

ফাইনালে গোল করে ম্যাচ-সেরা ও সাফের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ছেত্রী। মেসিকে ছুঁয়ে ফেলার কীর্তির চেয়ে সাফের অষ্টম শিরোপা জয় নিয়েই বেশি খুশি ভারত অধিনায়ক, ‘এবার সাফ জয়ের তাৎপর্যই অন্যরকম। আমাদের শুরুটা ভালো ছিল না। প্রথম দুটি ম্যাচ আমরা ভালো খেলতে পারিনি।’ 

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর