হোম > খেলা > ফুটবল

রোনালদোদের হারিয়েও চিন্তায় হ্যাজার্ডরা

ঢাকা: কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেও স্বস্তিতে নেই বেলজিয়াম। পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে চোটে পড়েছেন এডেন হ্যাজার্ড ও কেভিন ডি ব্রুইন। হ্যাজার্ড আর ডি ব্রুইনের চোট বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজের বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচের ৪৫ মিনিটে পর্তুগিজ ডিফেন্সিভ মিডফিল্ডার জো পালিনহার ট্যাকেলে আঘাত পান ডি ব্রুইন। দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও ৩ মিনিট পরই আবার তাঁকে তুলে নেওয়া হয়। ম্যাচ শেষে মার্টিনেজ বলেছেন, ‘আগামী ৪৮ ঘণ্টায় আমরা দুই খেলোয়াড়কেই (ইডেন হ্যাজার্ড ও ডি ব্রুইন) পর্যবেক্ষণে রাখব। আর বেলজিয়ামে ফিরেই ওদের চোটের গুরুত্ব বুঝতে স্ক্যান করা হবে। এখনই তাদের চোটের ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। কেভিন গোড়ালিতে চোট পেয়েছে, হ্যাজার্ডের ক্ষেত্রে সমস্যাটা পেশির। তবে চোটের ব্যাপারে ভালোভাবে জানতে আমাদের একটু অপেক্ষা করতে হবে।’

চোট যদি বেশি গুরুতরও হয়, তবু দলের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন হ্যাজার্ড। বেলজিয়াম অধিনায়ক বলেছেন, ‘আমি বুঝতে পারছি পেশিতে কিছু একটা হয়েছে। কাল ভালোভাবে দেখে চোটের বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আর অধিনায়ক হিসেবে আমি দলের সঙ্গেই আছি। আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে।’

হ্যাজার্ডের ছোট ভাই ম্যাচের একমাত্র গোলদাতা থোরগান হ্যাজার্ড অবশ্য দুজনের চোট নিয়ে খুব বেশি চিন্তিত নন। তিনি বলছেন, ‘এটা বড় কোনো চোট নয়, তবে কিছুটা শঙ্কা তো আছেই। বেলজিয়ামের চিকিৎসাকর্মীরা ভালো। আশা করছি টুর্নামেন্টের বাকি সময় সব ঠিকঠাক থাকবে। সামনের দিকে এগিয়ে যেতে এই দুজনকেই আমাদের খুব দরকার।’

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন