হোম > খেলা > ফুটবল

হামজাকে নিয়ে কী বললেন মুশফিক

ক্রীড়া ডেস্ক    

সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেছেন মুশফিক। ফাইল ছবি।

শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিমকে এক ভিডিও বার্তায় শুভাকামনা জানিয়েছেন বাংলাদেশের তারক ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। যেটা নজর এড়ায়নি উইকেটরক্ষক ব্যাটারের। কখনো দেখা হলে ইংলিশ ক্লাব লেস্টার সিটির অ্যাটাকিং মিডফিল্ডারকে ধন্যবাদ জানাতে চান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ওই ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ সেরাটা হবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন মুশফিক। তাঁর কাছে জানতে চাওয়া হয় হামজার শুভেচ্ছা বার্তা চোখে পড়েছে কিনা। জবাবে মুশফিক বলেন, ‘আজ সকালে আমি শুনেছি। পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। এটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এটা দেখে খুশি হয়েছি। যদি কখনো দেখা হয় তখন তাঁকে ধন্যবাদ জানাবো।’

সেঞ্চুরি টেস্ট সেঞ্চুরিতে রাঙিয়েছেন মুশফিক। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৯৯ রানে অপরাজিত ছিলেন বগুড়ার এই ক্রিকেটার। এদিন শুরুতেই এক রান নিয়ে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান। টেস্ট ক্যারিয়ারে এটা তাঁর ১৩ তম টেস্ট সেঞ্চুরি। শততম টেস্ট হওয়ায় যেটা একটু বেশিই স্পেশাল।

সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি মুশফিক। ম্যাথু হামফ্রিসের বলে অ্যান্ড্রু ম্যাকব্রায়েনের হাতে ধরা পড়েন তিনি। ২১৪ বলে ৫ ছক্কায় সাজানো তাঁর ১০৬ রানের ইনিংস। সাজঘরে ফেরার আগেই ইতিহাসের ১১ তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’