হোম > খেলা > ফুটবল

গারনাচোকে দি মারিয়ার সঙ্গে তুলনা আর্জেন্টিনার মার্তিনেজের 

আলেহান্দ্রো গারনাচোকে নিয়ে আলোচনা চলছিল অনেক দিন। আন্তর্জাতিক ফুটবলে তাঁর অভিষেকও হয়ে গেছে। আর্জেন্টিনার তরুণ এই ফুটবলারকে আনহেল দি মারিয়ার সঙ্গে তুলনা করলেন এমিলিয়ানো মার্তিনেজ। 

গত বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে মুখোমুখি হয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। ম্যাচের ৭৪ মিনিটে নিকো গোনজালেসকে সরিয়ে গারনাচোকে নামান লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ১৮ বছর বয়সী গারনাচোর। ১৬ মিনিট খেলে কোনো গোল না পেলেও তাঁর (গারনাচো) খেলার ধরন পছন্দ হয়েছে মার্তিনেজের। মার্তিনেজের মতে, দি মারিয়ার মতো গারনাচো আর্জেন্টাইনদের অনেক সাফল্য এনে দেবেন। যেখানে আকাশী-নীলদের কোপা আমেরিকা ও বিশ্বকাপ-এই দুটো টুর্নামেন্ট জয়ে অবদান রেখেছেন দি মারিয়া। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘সে খুবই বিনয়ী ছেলে। সে আসে, খেলে, খুব একটা কথা বলে না। বেশ আগ্রহ নিয়েই সে খেলে। আশা করি, তাকে আমরা ভালোমতো তৈরি করব এবং আনহেল দি মারিয়ার মতো অনেক কিছু আমাদের দেবে।’ 

গারনাচো ২০২২-২৩ মৌসুম থেকে খেলছেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের হয়েও খেলেছেন তিনি। যুব দলের হয়ে ৪ ম্যাচে ৪ গোল করেছেন তিনি।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন