হোম > খেলা > ফুটবল

দুর্দান্ত শুরুর রহস্য জানালেন হ্যারি কেইন

ক্রীড়া ডেস্ক    

লিগে প্রথম ৬ ম্যাচেই ১১ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার। ছবি: এক্স

মৌসুমের শুরু থেকেই উড়ছেন হ্যারি কেইন। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকারকে। মাঠে নামলেই পাচ্ছেন গোলের দেখা। এবার এমন দুর্দান্ত শুরুর রহস্য জানালেন তারকা ফুটবলার। কেইনের ভাষ্য–আক্রমণভাগের দুই সতীর্থ সার্জি জিন্যাব্রি ও নিকোলাস জ্যাকসনের সঙ্গে দারুণ বোঝাপড়ার কারণেই প্রতি ম্যাচে গোলের দেখা পাচ্ছেন তিনি।

জার্মান বুন্দেসিলগায় সবশেষ ম্যাচে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠ থেকে ৩–০ গোলের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন। ম্যাচটিতে একবার জালের দেখা পান কেইন। সব মিলিয়ে প্রথম ৬ ম্যাচেই ১১ গোল করলেন তিনি। জার্মানির শীর্ষ লিগের ইতিহাসে প্রথম ৬ ম্যাচে এতো বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার।

কেইন বলেন, ‘আমি, জিনাব্রি এবং নিকোলাস এই মৌসুমে এক হয়ে খেলছি। এটা আমাকে আরও একটু গভীর হতে এবং আমার গুণাবলীর সর্বোচ্চ ব্যবহার করার সুযোগ দিয়েছে। ওদের সঙ্গে আমি সহজেই নিজের কাজগুলো করতে পারছি। আমি ওদের কাছ থেকে সাহায্য পাচ্ছি। এমনকি নয়জন নিয়ে খেললেও আমাদের কৌশল আমাদের সাহায্য করবে। কারণ আমরা নিজেদের বুঝতে পারি। এর প্রমাণ হলো আমি ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে দেরিতে হলেও গোল করেছি।’

ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন জামাল মুসিয়ালা। এই তরুণ মিডফিল্ডারের অভাব বোধ করছেন বলেও জানালেন কেইন, ‘আমি এর আগেও বলেছি জামাল যখন খেলে তখন বিষয়টা আমার জন্য একটু আলাদা থাকে। সে খুব ভালো মানের একজন খেলোয়াড়। সে ডিফেন্ডারদের বল ছুঁড়ে মারে, ড্রাইভ করে এবং ড্রিবলিং করে। গত মৌসুমে আমরা একসাথে খেলছিলাম। মাঠে সে নিজের কাজগুলো খুব ভালোভাবে করেছে।’

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল