হোম > খেলা > ফুটবল

সৌদিতে রেকর্ড গড়ার পুরস্কার পেলেন রোনালদো

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার। 

২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্‌যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে। 

২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন। 

সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল। 

আরও পড়ুন:

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা