হোম > খেলা > ফুটবল

জামালরা যাচ্ছেন মালদ্বীপে, আসবে মঙ্গোলিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফুটবলাররা করোনার দুই ডোজ টিকা না নেওয়ায় গত জানুয়ারির ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। মার্চে ফুটবলারদের আন্তর্জাতিক ম্যাচে ফেরাতে তাই উন্মুখ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জাতীয় দলের জন্য ভালো খবর, আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। 

আজ এক ভিডিও বার্তায় বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন, ২৪ মার্চ মালদ্বীপ ও ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন জামাল ভূঁইয়ারা। প্রথম ম্যাচটি খেলতে ২২ মার্চ মালদ্বীপে যাবে বাংলাদেশ। মালদ্বীপ থেকে ফিরে সিলেটে মঙ্গোলিয়ার মুখোমুখি হবেন জামালরা। 

গতকাল রাতে টুইটারে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের ম্যাচের বিষয়টি জানান, মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান বাসাম আদিল জলিল। আজ বিষয়টি নিশ্চিত করেছেন কাজী নাবিল। তিনি বলেছেন, ‘২৪ মার্চ মালদ্বীপের মাটিতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫ তারিখে বাংলাদেশে ফিরে সরাসরি সিলেট যাবেন জামাল ভূঁইয়ারা। ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।’ 

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে এটাই বাংলাদেশ দলের প্রথম পরীক্ষা। মালদ্বীপের বিপক্ষে গত নভেম্বরে শ্রীলঙ্কার চার জাতি টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, যেখানে ২-১ গোলে জিতেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে মালদ্বীপের অবস্থান ১৫৭তম। মঙ্গোলিয়া ১৮৪ এবং বাংলাদেশ ১৮৬তে। 

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের