হোম > খেলা > ফুটবল

বিধ্বংসী সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্তেতা 

ম্যানচেস্টার সিটির সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে সমানে সমানে লড়াই চলছিল আর্সেনালের। শেষ পর্যন্ত কয়েক ম্যাচ আগে রেখেই শিরোপা নিজেদের করে নেয় ম্যান সিটি। শিরোপার হ্যাটট্রিক করা সিটির সঙ্গে নিজেদের তুলনা করতে চান না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। 

সিটি গ্রাউন্ডে গতকাল প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টের মুখোমুখি হয় আর্সেনাল। এই ম্যাচের আগে ৩৫ ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ছিল ৮৫। আর ৩৬ ম্যাচে গানার্সদের পয়েন্ট ছিল ৮১। নটিংহাম ফরেস্টের কাছে ১-০ গোলে গানার্সদের পরাজয়ে নিশ্চিত হয় যায় সিটির ২০২২-২৩ প্রিমিয়ার লিগ শিরোপা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবারই চ্যাম্পিয়ন হয় সিটিজেনরা। সিটির প্রশংসা করে আর্তেতা বলেন, ‘প্রথমত অভিনন্দন ম্যানচেস্টার সিটিকে। তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। ৩৮ ম্যাচ খেলে তারা এটা করে দেখিয়েছে। আমরা পারিনি। এটাই হচ্ছে কথা।’ 

২০০৩-০৪ মৌসুমে সর্বশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। ১৯ বছর পর হাতছানি দিচ্ছিল আরেকটি শিরোপা জয়ের। ২৪৭ দিন পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল গানার্সরা। তবে শেষের দিকে এসে পয়েন্ট হারাতে শুরু করে তারা। ব্রাইটন, নটিংহাম ফরেস্টের কাছে হেরেছে গানার্সরা। জয়ের আশা তৈরি করেও শিরোপা না জয়ের আক্ষেপ আর্তেতার, ‘আমার দিক থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জেতার বিশ্বাস তৈরি করেছিলাম। কিন্তু দল পারেনি। এর দায় আমি নিচ্ছি। আজকের (গতকাল) দিনটা ভীষণ কষ্টদায়ক। জয়ের জন্য এখানে এসেছিলাম। আমরা জিততে চেয়েছিলাম। আমি জিততে চেয়েছিলাম। ক্লাবের সবাই জিততে চায়। যখন আপনি না জিতবেন, তা খুবই কষ্ট দেয়।’

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর