২০২২ ফুটবল বিশ্বকাপ শেষ হওয়ার দুই মাস হতে চলল। কিন্তু রান্দাল কোলো মুয়ানি যেন পড়ে আছেন ধ্রুপদী আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ নিয়ে। ফাইনালে গোল করতে না পারার দুঃসহ স্মৃতি এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ফ্রান্সের এই ফরোয়ার্ডকে।
লুসাইলে গত বছরের ১৮ ডিসেম্বর ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসির জোড়া গোল ও এমবাপ্পের হ্যাটট্রিকে ম্যাচ ড্র হয় ৩-৩ গোলে। অতিরিক্ত সময়ের শেষের দিকে চতুর্থ গোল করতে পারত ফ্রান্স। আর্জেন্টাইন রক্ষণ দেওয়াল ভেঙে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে একা পেয়েও গিয়েছিলেন কোলো মুয়ানি। তবে দুর্দান্তভাবে মার্তিনেজ নিশ্চিত এই গোল বাঁচিয়ে দিয়েছেন। এরপর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর শিরোপা জেতে আর্জেন্টিনা।
সহজ সুযোগে গোল না করতে পারার আক্ষেপ এখনো কাজ করছে কোলো মুয়ানির। বেইন স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ফ্রান্সের এই ফরোয়ার্ড বলেন, ‘আমি এখনো সেটা দেখি। আমি নিজেকে তখন বলেছিলাম: রান্দাল, তোমার এখন শট করা উচিত। গোলপোস্টের কাছে গিয়ে শট দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু গোলরক্ষক দারুণভাবে প্রতিহত করেছে।’
কোলো মুয়ানি মনে করেন, গোলটি তিনি অন্যভাবেও করতে পারতেন। ফরাসি এই ফরোয়ার্ড বলেন, ‘আমার বাঁ পাশে কিলিয়ান এমবাপ্পে ছিল। কিন্তু ওই সময় তাকে আমি খেয়াল করিনি। তখনই আপনি ভিন্ন অপশন খুঁজে পাবেন, যখন পেছনে ফিরে তাকাবেন।’