গত মৌসুমে নিজের সঙ্গে করা ম্যানচেস্টার ইউনাইটেডের আচরণকে ‘সন্ত্রাসীমূলক’ বলে মন্তব্য করেছেন গোলরক্ষক ডিন হেন্ডারসন। ২০১৫ সালে ম্যান ইউনাইটেডের মূল দলের হয়ে অভিষেক হয় হেন্ডারসনের। তবে দাভিদ দি হেয়ার কারণে দলে সেভাবে জায়গা হয়নি তাঁর। এরপর থেকে বেশির ভাগ সময় ধারে অন্য ক্লাবে খেলেছেন তিনি। তবে গত মৌসুমে ম্যান ইউনাইটেডে ফিরে এসে বেঞ্চে বসে কাটাতে হয় হেন্ডারসনকে, যা কোনোভাবেই মানতে পারছেন না এই ইংলিশ গোলরক্ষক।
হেন্ডারসনের দাবি, গত মৌসুমে তাঁকে মূল গোলরক্ষক হিসেবে খেলাবে বলে জানিয়েছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। এর মাঝে চোটে পড়ে ইউরো মিস করেন এবং করোনায়ও আক্রান্ত হন তিনি। পরে ইউনাইটেডেও উপেক্ষিত থাকেন হেন্ডারসন।
ম্যান ইউনাইটেডের আচরণে বিরক্ত হেন্ডারসন বলেছেন, ‘এটা হতাশাজনক ছিল। কারণ, আমি সে সময় অনেক ক্লাবের ধারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি এবং তারা (ইউনাইটেড) আমাকে যেতে দেয়নি।’
তাঁকে এভাবে বসিয়ে রাখাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করে হেন্ডারসন আরও বলেন, ‘সেখানে ১২ মাস বসে থাকা, আমার বয়স বিবেচনায় সন্ত্রাসীমূলক ব্যাপার। আমার ভেতরে রাগ জমছিল। আমি কর্তৃপক্ষকে বলেছিলাম, আমার ফুটবল খেলা প্রয়োজন, আমাকে যেতে দাও।’
এই মৌসুমে অবশ্য আর ম্যান ইউনাইটেডে থাকার ঝুঁকি নেননি হেন্ডারসন। ধারে যোগ দিয়েছেন লম্বা সময় পর প্রিমিয়ার লিগে সুযোগ পাওয়া নটিংহাম ফরেস্টে।