হোম > খেলা > ফুটবল

এবার মেসির নামে স্যান্ডউইচ 

যুক্তরাষ্ট্রে এখনো লিওনেল মেসির খেলা শুরু হয়নি। তাঁর যাওয়ার ঘোষণা শুনেই দেশটিতে ছড়িয়ে পড়েছে ‘মেসি উন্মাদনা’। আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার নিজের নামে এনেছেন স্যান্ডউইচ। 

২০২১ থেকে হার্ড রক ক্যাফের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন মেসি। এবার হার্ড রক ক্যাফেতে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে নতুন এক স্যান্ডউইচ এনেছেন তিনি। গতকাল ইনস্টাগ্রামে নিজের নামে স্যান্ডউইচের প্রচারণামূলক ভিডিও করেন মেসি। ভিডিওতে দেখা গেছে, হার্ড রক ক্যাফের রান্নাঘরে শেফ হিসেবে কাজ করছেন মেসি। আর্জেন্টাইন এই তারকা ফুটবলার ক্যাপশন দিয়েছেন, ‘আরও এক স্বপ্ন সত্যি হলো। নতুন মেসি চিকেন স্যান্ডউইচের সঙ্গে পরিচয় করাতে পেরে আমি রোমাঞ্চিত। হার্ড রক ক্যাফের সঙ্গে মিলে আমি এটা বানিয়েছি। আমার প্রিয় খাবার দ্য মিলানিজ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি। আপনারা কেউ মিস করবেন না।’ 

মেসি আসবেন বলে কয়েক দিন আগে মিয়ামিতে তাঁর ম্যুরাল আঁকা হয়েছে। আর্জেন্টাইন অধিনায়কের ম্যুরাল খোদ এঁকেছেন ক্লাবের সহস্বত্বাধিকারী ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহাম। এ ছাড়া এর আগে মেসিকে বরণ করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টার মিয়ামি। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী নামবেন মিয়ামির হয়ে। 

এর আগে মেসির নামে বার্গারও তৈরি হয়েছিল। গত বছরের মার্চে ‘মেসি বার্গার’ নামে বার্গার এনেছিল হার্ড রক। রেস্তোরাঁর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আর্জেন্টাইন তারকা ফুটবলারের নামে বার্গারের নামকরণ করে তারা। হার্ড রক ক্যাফের সঙ্গে পাঁচ বছরের চুক্তি রয়েছে মেসির।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন