হোম > খেলা > ফুটবল

মেসি বললেন, দেখা হবে শুক্রবার 

লিওনেল মেসির সঙ্গে ইন্টার মিয়ামির চুক্তির পর বরণ অনুষ্ঠানও হয়ে গেছে। শুধু মাঠের খেলায় অভিষেকের অপেক্ষা মেসির। ভক্ত-সমর্থকদের তো খেলা দেখার নিমন্ত্রণও জানিয়েছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।

শুক্রবার ক্রুজ আজুলের বিপক্ষে ডিআরভি পিএনকে স্টেডিয়ামে খেলবে ইন্টার মিয়ামি। এই ম্যাচ দিয়ে মিয়ামির জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের যুক্তরাষ্ট্রে প্রথম ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের তো আগ্রহ রয়েছেই। স্বয়ং মেসিরও যেন মাঠে নামার তর সইছে না। ইনস্টাগ্রামে গতকাল আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার পোস্ট করেছেন, ‘শুক্রবার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।’

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্টার মিয়ামি। ঝড়-বৃষ্টি সাময়িক সমস্যা করলেও জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠান হয়েছে। আতশবাজি, গানবাজনায় মুখরিত হয়ে উঠেছিল ডিআরভি পিএনকে স্টেডিয়ামের পরিবেশ। অনুষ্ঠানে ছিলেন ইন্টার মিয়ামির মালিক হোর্হে মাস ও সহস্বত্বাধিকারী ডেভিড বেকহামসহ আরও অনেকে। অনুষ্ঠানে সবার মধ্যমণি মেসি এসেছিলেন সপরিবারে। অনুষ্ঠান আয়োজনে মুগ্ধ আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘সবাইকে গতকালের (রোববার) জন্য ধন্যবাদ জানাচ্ছি। বৃষ্টির কারণে অনুষ্ঠানের পরিকল্পনা একটু পাল্টে গেছে। তবু সবকিছু দারুণ হয়েছে। অনুষ্ঠানে যাঁরা এসেছেন, তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা পারফর্ম করেছেন, তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।’ 

মেসির অভিষেক ম্যাচ বলে টিকিটের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি। একই সঙ্গে টিকিটের দাম বাড়ছে পাল্লা দিয়ে। টিকিট বিক্রি করা ওয়েবসাইট ‘ভিভিড সিটসে’ দেখা গেছে, এই ম্যাচের টিকিট ১ লাখ ১০ হাজার ডলারেও বিক্রি হচ্ছে, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ২০ লাখ টাকা। কম দামেও ইন্টার মিয়ামির এই ম্যাচ দেখার সুযোগ রয়েছে। টিকিটের গড় দাম ৪৮৭ ডলার (বাংলাদেশি প্রায় ৫৩ হাজার টাকা)। এই দাম গত বছরের মিয়ামি-বার্সেলোনা ম্যাচের টিকিটের দ্বিগুণের চেয়েও বেশি।

৮ গোলের থ্রিলারে ভারতকে রুখে দিল বাংলাদেশ

প্রথমবার বাংলাদেশে এসেই মুগ্ধ ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

ফাইনালের লড়াইয়ে সালাহ-মানে, দিয়াজ-ওসিমেন

চ্যাম্পিয়নস লিগ জিতে কত টাকা পেল পিএসজি

ব্রাজিলের হাতে বিশ্বকাপ দেখতে চান বাংলাদেশ অধিনায়ক, যদি...

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটসালে আজ বাংলাদেশ-ভারত ম্যাচ দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন