হোম > খেলা > ফুটবল

অনূর্ধ্ব-২৩ দল

বাহরাইনে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ঠিক হয়নি কোচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন ফাহামিদুল ইসলাম। ছবি: ফেসবুক

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সেপ্টেম্বরে একই সময়ে রয়েছে জাতীয় দলের খেলাও। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। কোচ হাভিয়ের কাবরেরাও তাই তা নিয়ে ব্যস্ত থাকবেন। এশিয়ান গেমসে অবশ্য অনূর্ধ্ব-২৩ দলের দায়িত্ব সামলেছিলেন তিনি। কিন্তু এবার আর সেই সুযোগ নেই।

কোচ হিসেবে মারুফুল হক, জুলফিকার আলী মিন্টু ও মাসুদ কায়সার পারভেজকে প্রস্তাব দেওয়া হলেও তাঁরা কেউ আগ্রহী হননি। দিন শেষে হয়তো বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর কাঁধেই দেওয়া হবে সেই দায়িত্ব।

আগস্টে ফর্টিসের মাঠে শুরু হতে পারে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। এশিয়ান কাপ বাছাইয়ে ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। সবগুলো ম্যাচ হবে ভিয়েত ত্রি স্টেডিয়ামে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ৫ দিন আগে ভিয়েতনামে যাবে বাংলাদেশ।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল