সবকিছু ঠিকঠাক থাকলে ইউরোপের বাইরে এবারই প্রথম কোনো লিগ খেলতে যাচ্ছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির হয়ে খেলার সম্ভাবনা মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলার এখানেও শিরোপা জিততে আসছে বলে মনে করেন ইন্টার মিয়ামির হোর্হে মাস।
২০২২-২৩ মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে মেসির দুই বছরের পথচলা শেষ হয়। তখন বিভিন্ন গণমাধ্যমে আর্জেন্টাইন তারকা ফুটবলারের ইন্টার মিয়ামিতে যাওয়ার কথা শোনা যায়। মেসি নিজেও এমএলএস ক্লাবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। ইন্টার মিয়ামির যৌথ মালিক মাসের মতে, মেসি এমএলএসে শিরোপা জিততেই আসছেন। যেখানে পিএসজির জার্সিতে দুটি লিগ ওয়ান ও একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস জিতেছেন। বার্সেলোনার হয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডও জিতেছেন একগাদা শিরোপা। মাস বলেন, ‘মেসির আগে ও পরে যুক্তরাষ্ট্রে খেলাধুলার অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছি। আমার খুব দৃঢ় বিশ্বাস যে উত্তর আমেরিকা ও যুক্তরাষ্ট্রে আমরা দারুণ কিছু করব। এমএলএস বিশ্বের সেরা লিগ না হলেও সেরা দুইয়ের একটি হবে। বিশ্বের সেরা ফুটবলারকে নিয়ে আসা আমাদের লিগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। লিওনেল মেসি এখানে শিরোপা জিততেই আসছে এবং পার্থক্য তৈরি করবে।’
ইন্টার মিয়ামির সঙ্গে লিওনেল মেসির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি রয়েছে। আর্জেন্টাইন তারকা ফুটবলার এরই মধ্যে মিয়ামিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা সারের প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে মিয়ামিতে পোর্শ ডিজাইন টাওয়ারে মেসি ৯০ লাখ মার্কিন ডলারে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন (বাংলাদেশি ৯৭ কোটি ৩৯ লাখ টাকা)। এই বিল্ডিং থেকে মিয়ামি সমুদ্রসৈকত কয়েক সেকেন্ড দূরে। ইন্টার মিয়ামি স্টেডিয়াম থেকে তা ২৫ মিনিট দূরের পথ। আর মেজর লিগ সকারে এবার খেলবে ২৯ দল। ইস্টার্ন কনফারেন্সে ১৫ দল আর ওয়েস্টার্ন কনফারেন্সে ১৪ দল খেলবে। আটলান্টা, মিয়ামি দুটো দলই ইস্টার্ন কনফারেন্সে আছে।