হোম > খেলা > ফুটবল

রোনালদোর কাছে পরিবারই সব

পর্তুগালকে বিশ্বকাপে তুলে ক্লাব ফুটবলে ফেরার অপেক্ষায় ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অসুস্থতার কারণে খেলা হয়নি তাঁর। এ নিয়ে রোনালদো নিজে কিছু না বলায় চলছিল নানা জল্পনা। ম্যাচ না খেলায় রোনালদো অবশ্য একেবারে খারাপ ছিলেন না। পরিবারকেই সময় দিয়েছেন। 

পরিবারের সঙ্গে সময় কাটানো সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন। যেখানে তাঁর চার সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে রোনালদোকে দেখা যায়। যার ক্যাপশনে পর্তুগিজ ফরোয়ার্ড লিখেন, ‘পরিবারই সবকিছু’। 

এদিকে রোনালদোর দলে না থাকা নিয়ে ম্যানইউ কোচ রাংনিক বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তার ফ্লু জাতীয় উপসর্গ দেখা গেছে। ম্যাচের আগের দিন থেকে এটা দেখা যাচ্ছিল।’

দলে থাকলে রোনালদো একাদশে থাকত কি না এমন প্রশ্নের জবাবে রাংনিক বলেন, ‘অবশ্যই, সে সেরা একাদশে থাকত। তবে সে ভালো বোধ করছিল না এবং অনুশীলনও করেনি। এরপর সকালে বাসায় গিয়ে ডাক্তার তাকে দেখেছে। এরপরও সে ভালো বোধ করছিল না। যে কারণে দুর্ভাগ্যজনকভাবে সে খেলতে পারেনি।’ 

রোনালদোকে ছাড়া লেস্টারের বিপক্ষে ১-১ গোলে ড্র করে সেরা চারে থাকা আরও কঠিন করেছে ম্যানইউ

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা