হোম > খেলা > ফুটবল

নেইমারের স্বপ্ন বিশ্বকাপ জয়, এমবাপ্পে চান আরেকটা বিশ্বকাপ

ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে। ২২ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড জিততে চান আগামী ২০২২ কাতার বিশ্বকাপও। এদিকে ব্রাজিলিয়ান তারকা নেইমারেরও স্বপ্ন দেশের হয়ে বিশ্বকাপ জেতার। সম্প্রতি দুজন নিজেদের এমন স্বপ্নের কথা জানিয়েছেন একে অপরের মুখোমুখি হওয়া এক সাক্ষাৎকারে।

সাক্ষাৎকারের শুরুতেই এমবাপ্পে জানিয়েছেন তিনি ভালো সাংবাদিক নন। নেইমরাকে কি প্রশ্ন করবেন সেটিই তিনি ভেবে পাচ্ছেন না! তবে সাক্ষাৎকার শুরুর পর তিনিই ছিলেন বেশি কৌশলী। নেইমরাকে উদ্দেশ্য করে এমবাপ্পে বলেছেন, ‘আমি ভালো সাংবাদিক নই, নেইমারকে আর কি বা প্রশ্ন করতে পারি? আচ্ছা তাইলে বলো, সব অর্জনের পর এখন তোমার স্বপ্ন কী?’

নেইমারের সহজ সরল উত্তর, ‘আমার সবচেয়ে বড় স্বপ্ন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা।’ উত্তর দেওয়ার পর এমবাপ্পের উদ্দেশ্যে নেইমারের পাল্টা প্রশ্ন, তোমার তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয় তাই না?’

একটু হাসি দিয়ে এমবাপ্পের কৌশলী উত্তর, ‘আরেকটি বিশ্বকাপ কেন নয়।’ এমবাপ্পের উত্তর শুনে নেইমার সাফ জানিয়ে দেয়, ‘পরের বিশ্বকাপ আমার। বিশ্বকাপ জেতা ছাড়া এখন তোমার বড় স্বপ্ন কি?’

এমবাপ্পে তাঁর আগের অবস্থায় অনড়। নেইমারের প্রশ্নের জবাবে এমবাপ্পে বলেছেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আমারও স্বপ্ন। সেটি দারুণ কিছু হবে। তবে বিশ্বকাপ জিততে পারলে সেটিও দারুণ এক অর্জনই হবে।’

মুখোমুখি সাক্ষাৎকারে এমবাপ্পে বিশ্বকাপ জয় আর পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্নের কথা জানিয়ে আরেকটি ইঙ্গিতই কি দিলেন! আগামী মৌসুমেও কি তবে এমবাপ্পে পিএসজিতেই থাকছেন?

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে