হোম > খেলা > ফুটবল

এমবাপ্পে–ঝলকে শিরোপা নিজেদের কাছেই রাখল পিএসজি

ঢাকা: টানা দ্বিতীয়বার ফরাসি কাপ জিতে নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে করছেন কিলিয়ান এমবাপ্পে! তা তিনি মনে করতেই পারেন। এমবাপ্পের ঝলকেই তো মোনাকোকে ২-০ গোলে হারিয়ে ফরাসি কাপের ১৪তম শিরোপা জিতেছে পিএসজি।

পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে এমবাপ্পের । ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাই এড়িয়ে গেলেন পিএসজিতে পরবর্তীতে মৌসুমে তাঁর থাকা না থাকার প্রশ্ন। ম্যাচশেষে এমবাপ্পের দাবি, সামনের মৌসুমে কী হবে সেটির চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিরোপা জয়ের আনন্দ উপভোগ করা।

রাতে স্তাদ ফ্রান্সে ফাইনালে শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল পিএসজির। নেইমারের অনুপস্থিতি টেরই পেতে দেননি এমবাপ্পে, আনহেল ডি মারিয়া, মাউরো ইকার্দিরা। নিজেদের অর্ধে থেকে লম্বা পাসে গোল আদায়ের চেষ্টা করেন মরিসিও পচেত্তিনোর শিষ্যরা। আক্রমণগুলো গুছিয়ে ওঠার আগেই মোনাকোর ডিফেন্স লাইনে বারবার প্রতিহত হচ্ছিল।

কৌশলে কিছুটা পরিবর্তন আনে ফরাসি জায়ান্টরা। ফলাফল পেতেও সময় লাগেনি। ম্যাচের ১৯ মিনিটে প্রতি আক্রমণে ওঠে পিএসজি। মোনাকোর রক্ষণভাগের খেলোয়াড়েরা কিছু বুঝে–ওঠার আগেই বল নিয়ে ডি–বক্সে ঢুকে পড়েন এমবাপ্পে। মোনাকোর গোলরক্ষক গোললাইন থেকে বেরিয়ে এলে ডান দিকে ইকার্দিকে বল বাড়ান এমবাপ্পে। সাজানো প্লেটে নাশতা খাওয়ার ভঙ্গিতেই যেন বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার। ১-০ গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথমার্ধের বাকিটা সময় গোল শোধের চেষ্টা করেও খুব একটা সুবিধা করতে পারেনি মোনাকো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরতে পারত মোনাকো। ইউসুফ ফোফানার শট দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন কেইলর নাভাস। ৮১ মিনিটে মোনাকোর সমতায় ফেরার আশা ধূলিসাৎ করে দেন এমবাপ্পে। ডি মারিয়ার থ্রু পাস থেকে পাওয়া বল আলতো চিপে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠান। আগের মিনিটে অল্পের জন্য গোল না আক্ষেপ তিনি মিটিয়েছেন দ্বিতীয় গোলে। ইকার্দির করা প্রথম গোলেও এমবাপ্পের অবদানই বেশি। পুরো ম্যাচেই আলো ছড়িয়েছেন ২২ বছর বয়সী ফরাসি স্ট্রাইকার ।

প্রায় একক নৈপুণ্যে দলকে জেতানোর পরও এমবাপ্পে দলীয় চেষ্টাকেই বড় করে দেখছেন, ‘এই আবেগ, পুরস্কার ও স্বীকৃতির পেতে আমরা প্রতিদিন পরিশ্রম করেছি। এই চেষ্টা আমাদের সবার।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী