হোম > খেলা > ফুটবল

রাতেই ঢাকা ছাড়ছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা

আজকের পত্রিকা ডেস্ক­

একের পর এক বিতর্কিত ঘটনায় এবার শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের ঠিকমতো পারিশ্রমিক না দেওয়া, দৈনিক ভাতা প্রদান না করা, এমনকি কিট ব্যাগ থেকে শুরু করে প্রস্তুতির জন্য জার্সির ব্যাপারে অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

আজ সকাল থেকে গুঞ্জন চলছিল যে দলটির বিদেশি ক্রিকেটারদের বিমানের টিকিটের কোনো ব্যবস্থা করা হয়নি। তবে কিছুটা দেরিতে হলেও দুপুরে দলটির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা রাতেই ঢাকা ছাড়ছেন। সেখানে বলা হয়েছে, ‘জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল আজ রাত তিনটায় ইথিওপিয়ান এয়ারওয়েজে হারারেতে ফিরে যাবেন। পাকিস্তানের মোহাম্মদ হারিস আগামীকাল দুপুর ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজে লাহোরের উদ্দেশে রওনা হবেন। প্রধান কোচ আজাজ আহমেদ আগামীকাল ঢাকা ত্যাগ করবেন, আর মিগুয়েল কামিন্স ৫ ফেব্রুয়ারি রওনা হবেন। অন্যান্য ক্রিকেটাররা দ্রুতই তাদের বিমানের টিকিট নিশ্চিত হওয়ার পর ঢাকা ছাড়বেন।’

মিডিয়া বিভাগের সূত্রে আরও জানা যায়, বিদেশি ক্রিকেটাররা তাঁদের এজেন্টের মাধ্যমে পাওনা অর্থ পেয়ে যাবেন। দলটির পক্ষ থেকে বলা হয়, আমরা বিদেশি ক্রিকেটারদের দেশ ছাড়ার টিকিট দিয়েছি। পারিশ্রমিক ও দৈনিক ভাতা বকেয়ার বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক